Tiger Panic: ফের আতঙ্ক ছড়াল বাঘের, দেখা গেল পায়ের ছাপ
Tiger Panic: এলাকাবাসীর অনুমান, বাঘটি দু'সপ্তাহ ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে ছিল। এরপর শুক্রবার রাতে পুরুলিয়ার বান্দোয়ান থানার পাটকিতা, ঘাঁটিউলী ও যমুনাগোড়া জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করেছে রাইকার জঙ্গলে।

পুরুলিয়া: আবারও বাঘের পায়ের ছাপ। নতুন করে আতঙ্ক ছড়াল পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের রায়কা পাহাড় সংলগ্ন যমুনা গোড়া এলাকায়। নতুন করে হলো আবারও বাঘের আতঙ্ক।
এলাকাবাসীর অনুমান, বাঘটি দু’সপ্তাহ ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে ছিল। এরপর শুক্রবার রাতে পুরুলিয়ার বান্দোয়ান থানার পাটকিতা, ঘাঁটিউলী ও যমুনাগোড়া জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করেছে রাইকার জঙ্গলে। শনিবার সকালে ওই সমস্ত গ্রাম সংলগ্ন জঙ্গলের পথে বাঘের পায়ে ছাপ দেখতে পায় স্থানীয় মানুষজন। খবর পেয়ে বান্দোয়ান বনাঞ্চলের বনকর্মীরা বাঘের খোঁজে রাইকা সহ ভাঁড়ারী পাহাড় জুড়ে নজরদারি শুরু করেছেন। পাশাপাশি পাহাড় জঙ্গল সংলগ্ন গ্রামের মানুষজনকে জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করেছেন। তাছাড়াও বনদফতরের পক্ষে এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার আজ শেষ দিন। কিন্তু ৩ মার্চ থেকে শরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই জন্য আতঙ্কিত জঙ্গলমহলের বাসিন্দারা। যদিও, বনদফতর সূত্রে খবর, এই বাঘের ছাপ দেখা হচ্ছে। গ্রামের মানুষের সঙ্গে কথা বলছে, জঙ্গল এলাকায় নজরদারি চালানো হচ্ছে।





