AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DM of Purulia Transfer: কয়েকদিন আগেই ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী, ‘রুটিন’ বদলিতে নাম পুরুলিয়ার জেলাশাসকের

Purulia: এবার থেকে রাহুল মজুমদার আসানসোল পুরনিগমের সিইও এবং একইসঙ্গে এডিডিএ বা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (ADDA) অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।

DM of Purulia Transfer: কয়েকদিন আগেই ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী, 'রুটিন' বদলিতে নাম পুরুলিয়ার জেলাশাসকের
রাহুল মজুমদার। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Jun 02, 2022 | 8:31 PM
Share

পুরুলিয়া: সম্প্রতি মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। বৃহস্পতিবারই নবান্ন থেকে দেওয়া ‘রুটিন বদলি’র তালিকায় নাম দেখা গেল তাঁর। এবার থেকে রাহুল মজুমদার আসানসোল পুরনিগমের সিইও এবং একইসঙ্গে এডিডিএ বা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (ADDA) অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। গত ৩০ মে মুখ্যমন্ত্রী পুরুলিয়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করেন। সেখানে তিনি জেলাশাসকের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন। এরইমধ্যে এই বদলির নোটিস। যদিও এটি একেবারেই প্রথামাফিক বদলি বলেই নবান্ন সূত্রে খবর। একইসঙ্গে আরও আট জেলার জেলাশাসকও বদল করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বদলির বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

কোথায় কোথায় বদলি

মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র এবার থেকে মুর্শিদাবাদের জেলাশাসক। উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত এবার থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। মুর্শিদাবাদের জেলাশাসক শরদ দ্বিবেদী এবার থেকে উত্তর ২৪ পরগনার জেলাশাসক। বিজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক। ঝাড়গ্রামের জেলাশাসক হচ্ছেন সুনীল আগরওয়াল। রজত নন্দা পুরুলিয়ার জেলাশাসক হচ্ছেন। তিনি হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

প্রসঙ্গত, ৩০ তারিখ জেলা প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল মজুমদারকে কড়া ভাষায় বলেছিলেন। হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিত মাহাতো সরাসরি অভিযোগ তুলেছিলেন, ইটভাটা থেকে সরকারি রাজস্বের একটা বড় অংশ সরকারি কর্মচারীরা নিয়ে নিচ্ছেন। এরপরই রেগে যান মুখ্যমন্ত্রী। বলেন, “ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছ তুমি (জেলাশাসক)? এত দিন জেলায় আছো।”