Raiganj Physical Assault Case: পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রায়গঞ্জে নিগৃহীত সেই শিশুর বাড়িতে আজ বিজেপির প্রতিনিধি দল

Raiganj Physical Assault Case: সোমবারই রায়গঞ্জের মহিলা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে।

Raiganj Physical Assault Case: পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রায়গঞ্জে নিগৃহীত সেই শিশুর বাড়িতে আজ বিজেপির প্রতিনিধি দল
নিগৃহীতার বাড়িতে বিজেপির প্রতিনিধি দল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 9:55 AM

উত্তর দিনাজপুর: রায়গঞ্জের নিগৃহীত শিশুটিকে দেখতে তাদের বাড়িতে গেল বিজেপির প্রতিনিধি দল। রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ ও বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “রায়গঞ্জ যাচ্ছি। ওদের পাশে দাঁড়াতে চাই। প্রতিটি ক্ষেত্রেই শাসক দলের নাম জড়াচ্ছে। সমাজ কোন পথে এগোচ্ছে? কেন এত ধর্ষণের ঘটনা ঘটছে?” প্রসঙ্গত, হাঁসখালি ঘটনার রেশ কাটার আগেই রায়গঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, রবিবার বিকেলে  ওই যুবক ৮ বছরের বাচ্চা মেয়েটাকে দোকান থেকে বিস্কুট আনতে বলেছিল। নাবালিকা বিস্কুট নিয়ে ওই যুবকের বাড়ির সামনে গেলে তাকে কোলে তুলে ঘরে নিয়ে যায় ওই যুবক। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটি চিৎকার করলে তার গলায় ছুরি রাখে ও গলা চিপে ধরে বলেও অভিযোগ। কাউকে কিছু জানালে তাকে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ। শিশুটির পরিবারের বয়ান অনুযায়ী, ওই যুবকের ঠাকুমা ঘরের দরজা খুলে ঢুকতেই উভয়কে প্রায় বিবস্ত্র অবস্থায় দেখতে পান। তখনই প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে যান। তখন পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

সোমবারই রায়গঞ্জের মহিলা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার সকালে বিজেপির প্রতিনিধি দল নির্যাতিতা শিশুর বাড়িতে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যে কোনও রকম প্রয়োজনে যাতে তাঁদের বলা হয়, সেই আশ্বাসও দিয়েছেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। হাঁসখালির রেশ কাটার আগেই এই ধরনের ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে।

আরও পড়ুন: Dilip Ghosh On By-Election2022: বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের কথা ভাবা যায় না: দিলীপ ঘোষ

আরও পড়ুন: Ballygunge By-Election: ‘রমজান মাসে ফিরতে হচ্ছে মানুষকে’, ৬৩ নম্বর বুথে ভোট শুরু না হওয়া নিয়ে বিরক্ত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম