Accident: দীপাবলির আগের রাতেই নামল আঁধার, ২ বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু ২ যুবকের
Bike Accident: বাসন্তী থানার ৭ নম্বর ঢুড়ি এলাকায় গতকাল রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে আব্দুল হামিদ মোল্লা নামক এক যুবককে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুদ্দিন ঘরামি ও হোসেন মোল্লাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।

বাসন্তী: কালীপুজোর আগের রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসন্তী রাজ্য সড়কের উপরে মুখোমুখি সংঘর্ষ হল দুটি বাইকের। দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। আহত ১ জন।
জানা গিয়েছে, বাসন্তী থানার ৭ নম্বর ঢুড়ি এলাকায় গতকাল রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে আব্দুল হামিদ মোল্লা নামক এক যুবককে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুদ্দিন ঘরামি ও হোসেন মোল্লাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে, কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সাইফুদ্দিন ঘরামি নামক আরেক যুবকের মৃত্যু হয়।অন্যদিকে, আব্দুল হামিদ মোল্লা নামক আরেক যুবকের মৃত্যু হয়েছে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। তবে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দ্রুতগতিতে আসছিল দুটি বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কালীপুজোর আগের রাতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
