AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kultali Accident: স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হল না ১৯ বছরের তরুণীর, মর্মান্তিক ঘটনা কুলতলিতে

Durga Puja 2025: খবর যায় পুলিশের কাছে। খবর পাওয়ার পর আসে কুলতলি থানার পুলিশ। মৃতদেহটি রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়। সেই সঙ্গে ঘাতক গাড়ির খোঁজ চালানো হচ্ছে। এদিকে পুজোর মধ্যে এই অকাল মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।

Kultali Accident: স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হল না ১৯ বছরের তরুণীর, মর্মান্তিক ঘটনা কুলতলিতে
গোটা এলাকায় শোকের ছায়া Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 02, 2025 | 2:47 PM
Share

কুলতলি: পুজোর মধ্যেই একের পর এক দুর্ঘটনা। উৎসবের মধ্যেই বিষাদের ছায়া। নবমীর রাতে স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হল না গৃহবধূর। মৃতের নাম দেবী মণ্ডল (১৯)। স্বামী মিলন মণ্ডলের বাড়ি কুলতলি থানার কাঁকসা গ্রামে। স্বামীর সঙ্গেই ঠাকুর দেখতে গিয়েছিলেন দেবী। রাস্তায় গাড়িতে তেল কম থাকায় জয়নগর-জামতলা রোডের কয়ালের মোড়ের কাছে পেট্রোল পাম্প থেকে বাইকে তেলও ভরান। ততক্ষণও সব ঠিক ছিল। কিন্তু কে জানত তারপরই তাঁদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। 

সূত্রের খবর, পেট্রোল পাম্প থেকে বের হওয়া মাত্রই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে দেবীকে ধাক্কা মারে। মুহূর্তেই তিনি পাশে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে জামতলায় জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই সেখানে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করা হয়। 

খবর যায় পুলিশের কাছে। খবর পাওয়ার পর আসে কুলতলি থানার পুলিশ। মৃতদেহটি রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়। সেই সঙ্গে ঘাতক গাড়ির খোঁজ চালানো হচ্ছে। এদিকে পুজোর মধ্যে এই অকাল মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। শোকের ছায়া পাড়াতেও। 

অন্যদিকে নবমীর বিকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে যায় হুগলির মগরা থানা এলাকাতেও। কাজ থেকে ফিরছিলেন তিনবন্ধু। রাস্তাতেই একটি মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে মগরার নন্দীপুকুরের কাছে। এলাকার বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও একজনকে আর বাঁচানো যায়নি। বাকিদের চিকিৎসা চলছে।