Abhishek Banerjee: সেকেন্ড ইনিংসে ‘সেবাশ্রয়’, শুরুতেই ব্যাপক সাড়া! প্রথমদিনেই বড় দায়িত্ব নিয়ে নিলেন অভিষেক
Abhishek Banerjee: প্রসঙ্গত, এর আগে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে প্রথম ‘সেবাশ্রয়’ শুরু হয়। এবার ফের শুরু হয়ে গেল দ্বিতীয় দফার কাজ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি চলবে এই শিবির। টানা পাঁচদিন চলবে এই মেগা ক্যাম্প।

ডায়মন্ড হারবার: আগের পর্বে মিলেছে ব্যাপক সাড়া। এরইমধ্য়ে রবিবার থেকে শুরু হয়ে গেল ‘সেবাশ্রয়’-এর দ্বিতীয় পর্যায়ের মেগা ক্যাম্প। দ্বিতীয় পর্যায়ের এই ক্যাম্প চলবে ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। চলবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা এলাকায়। এবার মোট ২৭৩টি ক্যাম্প করা হচ্ছে বলে জানা যাচ্ছে। শুরু দিনেই অনেকেই নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে ভিড় করলেন ক্যাম্পে।
প্রসঙ্গত, এর আগে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে প্রথম ‘সেবাশ্রয়’ শুরু হয়। এবার ফের শুরু হয়ে গেল দ্বিতীয় দফার কাজ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি চলবে এই শিবির। টানা পাঁচদিন চলবে এই মেগা ক্যাম্প। তবে শুধু ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার লোকজনই নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে চিকিৎসার প্রয়োজনে সেবাশ্রয়ের ক্যাম্পে ছুটে এসেছেন বহু মানুষ।
দ্বিতীয় দফার প্রথম দিনেই পূর্ব বর্ধমানের পাটুলি থেকে ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্পে আসেন প্রশান্ত বর্ধন ও সিন্থিয়া বর্ধন। সঙ্গে তাঁদের বছর তিনেকের অসুস্থ শিশু। অবস্থা ভাল নয় তাঁদের সন্তানের। জানাচ্ছেন, যখন বাচ্চাটার বয়স মাত্র দু’বছর তখনই এক জটিল অসুখ বাসা বাঁধে তার শরীরে। বর্তমানে চিকিৎসা চলছে SSKM-এ। কিন্তু, এখন প্রয়োজন বহুমূল্যের ইনজেকশনের। এদিন ওই দম্পতি এ নিয়েই কথা বলেন ক্যাম্পের প্রতিনিধি ও চিকিৎসকদের সঙ্গে। খবর চলে যায় অভিষেকের কাছেও। তিনি ওই শিশুটির যাবতীয় চিকিৎসার খরচ বহন করবেন বলে জানিয়েছেন বলে খবর। এর আগের দফাতেও সামনে এসেছিল এমনই এক খবর। ৯ বছরের এক শিশুর ওপেন হার্ট সার্জির যাবতীয় দায়িত্ব নিতে দেকা যায় সাংসদকে।





