AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanti Accident: ধীরে ধীরে যুবক ঢুকে গেলেন গাড়ির যন্ত্রাংশের ভিতর, বুক হয়ে গেল এফোঁড়-ওফোঁড়! ভয়ানক দৃশ্যের সাক্ষী সঙ্গীরা

Basanti Accident: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দূর থেকে তাঁরা দেখেন গৌতম আস্তে আস্তে চলন্ত ট্রাক্টরের ভিতর ঢুকে যাচ্ছেন। দৌড়ে যতক্ষণে তাঁরা এসেছেন, গোটা শরীরটা ঢুকে গিয়েছে ট্রাক্টরের ভিতর।

Basanti Accident: ধীরে ধীরে যুবক ঢুকে গেলেন গাড়ির যন্ত্রাংশের ভিতর, বুক হয়ে গেল এফোঁড়-ওফোঁড়! ভয়ানক দৃশ্যের সাক্ষী সঙ্গীরা
বাসন্তীতে ট্রাক্টর দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 9:52 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টি হচ্ছিল। এমনিতেই মাটি ছিল ভেজা। গাড়ির পাদানিও তাই! সেসময় আচমকাই পা পিছলে যায় যুবকের। নিজের জমিতে চাষ করার সময়েই পা পিছলে ঢুকে যান চলন্ত ট্রাক্টরের ভিতর। ট্রাক্টরের ফলায় চিরে যায় বুক। বিভৎস ঘটনার সাক্ষী থাকলেন বাসন্তীর ফুলমালঞ্চের বড়িয়া এলাকায়। নিহতের নাম গৌতম রায় (৩৩)। জানা যাচ্ছে, বাড়ির দূরেই জমিতে চাষের কাজ করছিলেন গৌতম। মাঠে আরও অনেকেই ছিলেন। তাঁরা ছিলেন কিছুটা দূরে দূরে। জমিতে ট্রাক্টর চালাচ্ছিলেন গৌতম। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দূর থেকে তাঁরা দেখেন গৌতম আস্তে আস্তে চলন্ত ট্রাক্টরের ভিতর ঢুকে যাচ্ছেন। দৌড়ে যতক্ষণে তাঁরা এসেছেন, গোটা শরীরটা ঢুকে গিয়েছে ট্রাক্টরের ভিতর। আর ফলায় বুক হয়ে গিয়েছে এফোঁড় ওফোঁড়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গৌতমকে রক্তাক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছুক্ষণ তাঁর চিকিৎসাও চলে। কিন্তু বুকের অবস্থা ছিল মারাত্মক। বেশ কিছুক্ষণ চিকিৎসকদের চেষ্টার পর মৃত্যু হয় গৌতমের। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, কোনওভাবে ট্রাক্টর চালানোর সময়ে পা পিছলে গিয়েছিল গৌতমের। তাতেই পিছলে তিনি সামনে হুমড়ে পড়েন। সামাল রাখতে না পারায় দেহ ঢুকে যায় ট্রাক্টরের ভিতর।

তীক্ষ্ণ ফলায় বুক এফোঁড় ওফোঁড় হয়ে যায় তাঁর। গৌতমেরই এক সঙ্গী বললেন, “ঘটনার কিছুক্ষণ আগেই ওর সঙ্গে কথা হল। আমরা একই সঙ্গে কাজ করছিলাম। একটু দূরে ছিলাম। হঠাৎ ওর একটা আর্তনাদ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি ভয়াবহ দৃশ্য। তা বলার মতো নয়।” বাসন্তীর ১১ নম্বর মাঝি পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশও।

আরও পড়ুন: KLO: ঘিঞ্জি বাজারে সাধারণের সঙ্গে মিশে ‘শপিং’, একটা জিনিস দেখেই যুবককে চিনে ফেলেছিলেন গোয়েন্দারা! চরম নাশকতার ছক ফাঁস

আরও পড়ুন: Weather Update: আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? জানাল আবহাওয়া দফতর