BDO Death In Jaynagar: কলকাতা পুরভোটের ডিউটি সেরে সবে ফিরেছিলেন কোয়ার্টারে, ভোর রাতে মর্মান্তিক পরিণতি বিডিও-র
BDO Death In Jaynagar: জানা যাচ্ছে, ভোর ৩ টে নাগাদ নিজের নিমপীঠের কোয়ার্টারে ফেরেন তিনি। সহকর্মীরা বলছেন, তারপরই তিনি অসুস্থ বোধ করেন। নিজের কয়েকজন ঘনিষ্ঠকে সে কথা জানান তিনি।
দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা পুরসভা নির্বাচনে ডিউটি পড়েছিল তাঁর। ১০ নম্বর বরোতে যোদপুরপার্ক বয়েজ স্কুলে ছিল ডিউটি। ভোটের দায়িত্ব সেরে ফেরার পরই অস্বাভাবিক মৃত্যু বিডিও-র। জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও মনোজ মল্লিকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বছর বিয়াল্লিশের মনোজ মল্লিকের রবিবার ডিউটি পড়েছিল যোদপুরপার্ক বয়েজ স্কুলে। জানা যাচ্ছে, ভোর ৩ টে নাগাদ নিজের নিমপীঠের কোয়ার্টারে ফেরেন তিনি। সহকর্মীরা বলছেন, তারপরই তিনি অসুস্থ বোধ করেন। নিজের কয়েকজন ঘনিষ্ঠকে সে কথা জানান তিনি। তাঁকে তড়িঘড়ি শ্রীরাম কৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভোর ৩:১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও মনোজ মল্লিকের। অত্যন্ত দক্ষ এক জন আধিকারিক হিসাবে তিনি পরিচিত ছিলেন। তাঁর স্ত্রী ও দুই পুত্র কন্যা সন্তান রয়েছে বাড়িতেl তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জয়নগর ২ নম্বর ব্লক এলাকায়। ভেঙে পড়েছেন সহ কর্মীরা। খবর পেয়েই হাসপাতালে যান বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার ও একাধিক ব্লকের বিডিও ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।
বিধায়ক বলেন, “নির্বাচনের কাজ সেরে ফেরেন। কোয়ার্টারে ফিরে অসুস্থ হলেন। হাসপাতালে নিয়ে যেতে যেতেই শেষ। জনপ্রিয় বিডিও ছিলেন। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতেন। এই ব্লকের যে কী ক্ষতি হল, তা বলা যায় না। ব্লকের খুব জনপ্রিয় বিডিও ছিলেন।”
পরিবারের সদস্যরা কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। এক জন সহকর্মী বলেন, “চাপ নিয়ে কাজ করতে পারতেন। ভোটের কাজ অনেকটাই প্রেশার নিয়ে করেছে। ব্লক নিয়ে খুবই চিন্তাভাবনা করত। অত্যন্ত চাপ শরীরে প্রভাব ফেলেছিল। বাইরে থেকে তো কখনও বোঝা যায়নি, ভিতরে কী ক্ষতি হয়েছে। নিমেশেই চলে গেল…”
আরও পড়ুন: Jago Bangla: ‘অবাধ ও শান্তিপূর্ণ’ ভোটে জোরাল ‘রামধনু জোটে’র তত্ত্ব!