Canning BJP TMC Clash: কালীপুজো করবে কে? তৃণমূল-বিজেপি সংঘর্ষে তপ্ত ক্যানিং
Canning BJP TMC Clash: সংঘর্ষে এলাকায় কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কার্যালয়, বাড়িঘর, দোকানেও ভাঙচুর করা হয়। মারধর করা হয়েছে বেশ কয়েকজনকে
ক্যানিং: কালীপুজোর আগেও বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। বাড়ি, দোকানঘর ভাঙচুর করা হয়েছে অভিযোগ। একে অপরের বিরুদ্ধে বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তুলেছেন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের হরিপদ মোড় এলাকায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কারোর মাথাও ফেটে গিয়েছে। আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি কালীপুজোর পরিচালনা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। গ্রামের বিজেপি কর্মীদের অভিযোগ, তারাই দীর্ঘদিন ধরে গ্রামে এই পুজো করে আসছেন। তাদের সেই পুজো এবার জোর করে দখল নিতে চাইছে এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। এক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারের অনুগামীদের বিরুদ্ধে। তা নিয়েই এদিন প্রথমে বচসা। পরে মারামারি শুরু হয়ে যায়।
সংঘর্ষে এলাকায় কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কার্যালয়, বাড়িঘর, দোকানেও ভাঙচুর করা হয়। মারধর করা হয়েছে বেশ কয়েকজনকে। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপির কর্মীরাই তাঁদের ওপর হামলা চালিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানা আইসি সৌগত ঘোষের নেতৃত্বে বিশাল বাহিনী।