Mamata Banerjee: স্ত্রীদের বাড়িতে আটকে রাখতে হবে, শুনেই মমতা বললেন…
Gangasagar: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন। তিনি বলেন, "মানুষের নাম ভ্যানিশ করে দিচ্ছে। যে ৫৪ লক্ষের নাম বাদ দিয়েছে তাদের অধিকার ছিল ৭ নম্বর বা ৮ নম্বর ফর্ম ফিলাপ করার। হোয়াটসঅ্যাপ এ চলছে ইলেকশন কমিশন। মানুষের অধিকার ভ্যানিশ করলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন। নিজের নাম তুলবেন সকলে।"

গঙ্গাসাগর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। ভরা মঞ্চ থেকে তিনি বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলা যাঁরা তৃণমূলকে ভোট দিতে যাবেন, স্বামীরা যেন তাঁদের ঘরে আটকে রাখেন। সোমবার কালীপদর সেই মন্তব্য নিয়েই মুখ খোলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বলেন, “এটা তো ক্রিমিনাল অফেন্স।”
মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লির কোনও এক নেতাদের নেতা বলেছেন, লক্ষ্মীদের বাড়ি থেকে বেরতে দেবেন না ভোটের দিন। আমি বলি লক্ষ্মীদের চেনো না। এরা পাঁচালি পড়ে, এরা সৃষ্টিও করে। আজ শাসানি দিচ্ছে। এটা ক্রিমিনাল অফেন্স।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন। তিনি বলেন, “মানুষের নাম ভ্যানিশ করে দিচ্ছে। যে ৫৪ লক্ষের নাম বাদ দিয়েছে তাদের অধিকার ছিল ৭ নম্বর বা ৮ নম্বর ফর্ম ফিলাপ করার। হোয়াটসঅ্যাপ এ চলছে ইলেকশন কমিশন। মানুষের অধিকার ভ্যানিশ করলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন। নিজের নাম তুলবেন সকলে।”
এখানে উল্লেখ্য, গতকাল কালীপদ বলেছিলেন, “লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন। তবে, এখনও লক্ষ্মীর ভান্ডার পাওয়া অনেক মা আছেন, যাঁরা তৃণমূলে ভোট দেবেন, সেই সব পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্মফুল, জোড়াফুলে নয়।” তারপর কম বিতর্ক হয়নি। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কালীপদর সেই ভিডিয়ো সাংবাদিক বৈঠক করে দেখান এবং তীব্র নিন্দা করেন। আজ মমতাও ভরা সভা থেকে এই নিয়েই মুখ খোলেন।
