AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Falta: মাঠের মাঝখানে পুড়ছে ফসলের অবশিষ্টাংশ, কিন্তু নাকে আসে অচেনা বিকট গন্ধ… কাছে যেতেই শিউরে উঠলেন চাষিরা…

Falta: ফাঁকা মাঠের মাঝখানে জ্বলন্ত খড়ের গাদা থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার বেলসিনহা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীচাদা-বুদা এলাকায়। উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি।

Falta: মাঠের মাঝখানে পুড়ছে ফসলের অবশিষ্টাংশ, কিন্তু নাকে আসে অচেনা বিকট গন্ধ... কাছে যেতেই শিউরে উঠলেন চাষিরা...
খড়ের গাদা থেকে উদ্ধার দেহ!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 12:53 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা:  ফাঁকা মাঠ, তার মাঝে জ্বলন্ত খড়ের গাদা। সবাই ভেবেছিলেন কেউ হয়তো ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিচ্ছেন। কিন্তু মাঠের পাশ দিয়ে চলতে গিয়েই অনেকের নাকে আসে চামড়া পোড়ার বিকট গন্ধ। তাতেই সন্দেহ হয় গ্রামবাসীদের। তাঁরা কাছে যান। বিপদ বুঝতে পেরেই, ঘর থেকে বালতি করে জল এনে ঢালতে থাকে আগুন কিছুটা বুজে আসতেই শিউরে ওঠেন তাঁরা। জলন্ত খড়ের গাদার মধ্যে দেখা যায় ঝলসে যাওয়া এক মহিলার দেহ!

ফাঁকা মাঠের মাঝখানে জ্বলন্ত খড়ের গাদা থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার বেলসিনহা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীচাদা-বুদা এলাকায়। উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি।

বুধবার সকালে দুই গ্রামের মাঝখানে ফাঁকা মাঠে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।  স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কীভাবে ফাঁকা মাঠে জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ওই মহিলার দেহ এলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত্যুর আগে মহিলার ওপর কোনও যৌন নির্যাতন চলেছিল কিনা,  মহিলার পরিচয় সনাক্তকরণের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।