Kultali Arms Recovered: ফিশারি দেখভালের আড়ালে অস্ত্রের কারবার! শেষমেশ পুলিশের জালে যুবক
Kultali Arms Recovered: সাহাবুদ্দিন কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হবে।
দক্ষিণ ২৪ পরগনা: কুলতলিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এবার কুলতলির ব্লকের মইপীঠের পেটকুলচাঁদ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। জালে এক ফিশারি শ্রমিক। তার কাছ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সাহাবুদ্দিন গাজি নামে ওই শ্রমিকের কাছে বেআইনি অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। আদতে জয়নগরের বকুলতলা থানা রূপনগরগাজি পাড়ার বাসিন্দা সাহাবুদ্দিন। কর্মসূত্রে কুলতলি ব্লকের মইপীঠ এলাকায় থাকে। সেখানে হালদারঘেরির ফিশারির দেখভাল করত। পেটকুলচাঁদ এলাকাতেও একটি ঘর ভাড়া নিয়ে মাঝেমধ্যে থাকত সে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার, এক রাউন্ড কার্তুজ। সাহাবুদ্দিন কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হবে।
বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করছে বাসন্তী থানার পুলিশ। ওই দু’জন সম্পর্কে দুই ভাই বলেই খবর। ৬ নম্বর সোনাখালীর বাসিন্দা শুভেন্দু মণ্ডলের বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুত রাখা ছিল। ৪ এপ্রিল বাসন্তীর কলাহাজরার বাসিন্দা মোতালেপ পুরকাইত নামে এক ব্যক্তিকে বেআইনি অস্ত্র সমেত গ্রেফতার করে আদালতে তুলেছিল বাসন্তী থানার পুলিশ। আদালতের নির্দেশে ওই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তাকে থানায় লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, তার বাড়ির পিছনের দিকে একটি কুঁড়ে ঘরে খড়ের ভিতরে বেআইনি আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে।
৪ এপ্রিল বাসন্তীর কলাহাজরার বাসিন্দা মোতালেপ পুরকাইত নামে এক ব্যক্তিকে বেআইনি অস্ত্র সমেত গ্রেফতার করে আদালতে তুলেছিল বাসন্তী থানার পুলিশ। আদালতের নির্দেশে ওই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তাকে থানায় লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, তার বাড়ির পিছনের দিকে একটি কুঁড়ে ঘরে খড়ের ভিতরে বেআইনি আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে।
আরও পড়ুন: এক মাসেই ১০ জন, প্রসূতি মৃত্যু ভাবাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে