Jharkhali accident: রাস্তার ধারে গল্প করছিল ছেলেটা, সজোরে গাড়ির ধাক্কা, মুহূর্তেই শেষ জলজ্যান্ত প্রাণ

Jharkhali: তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তখনই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

Jharkhali accident: রাস্তার ধারে গল্প করছিল ছেলেটা, সজোরে গাড়ির ধাক্কা, মুহূর্তেই শেষ জলজ্যান্ত প্রাণ
(নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 8:08 AM

ঝড়খালি: শীতের রাত। গরম জামা পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিলেন একদল যুবক। তবে তার মধ্যেই যে এমন ঘটনা ঘটে যাবে কেউ বুঝে উঠতে পারেননি হয়ত। আচমকাই দ্রুত গতিতে আসা একটি ইঞ্জিন ভ্যান ধাক্কা মারে তাঁকে। আর তারপরই শেষ সবটা।

শনিবারের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি উপকূলের থানা এলাকার রাস্তার ধারে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন গৌতম মণ্ডল নামে বছর সতেরোর এক যুবক। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি ইঞ্জিনভ্যান সজোরে ধাক্কা মারে তাঁকে। তখনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন গৌতমবাবু।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তখনই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। এই ঘটনায় ইঞ্জিন ভ্যান চালকের সাফাই, “রাস্তা খারাপ ছিল। সেই সময় গাড়ির চাকা আটকে যায়। এরপর গাড়ির সামনের একটা অংশ ভেঙে ওনার লাগে। থাকার জন্যই ইঞ্জিন ভ্যানটির সামনের অংশ ভেঙ্গে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।” স্থানীয় এক যুবক বলেন, “ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিল। সেই সময় আচমকা ইঞ্জিন ভ্যানটি এসে ওদের ধাক্কা মারে।” মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।