Voter Card: ছেলে রয়েছেন এয়ারফোর্সে, জীবিত অবস্থাতেও তাঁরই মায়ের ঠাঁই হল মৃতের তালিকায়
Kolkata:সেখানকার বাসিন্দা মায়া দাস। বাড়িতে একাই থাকেন তিনি। ছেলে বিএসএফ কর্মরত। জানা যাচ্ছে, এসআইআর-এর ফর্ম ফিলাপ করা সত্ত্বেও তাঁদের নাম মৃতের তালিকায় রয়েছে। চিন্তিত রয়েছেন আদৌ নাম উঠবেন কি না।

মহেশতলা: দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন। অথচ সেই জওয়ানেরই মায়ের নাম ঠাঁই পেল না এসআইআর-এ (SIR) । জীবিত থাকা অবস্থায় মৃত ভোটারের তালিকায় নাম উঠল মায়া দাসের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার দু নম্বর ওয়ার্ড।
সেখানকার বাসিন্দা মায়া দাস। বাড়িতে একাই থাকেন তিনি। ছেলে বায়ুসেনায় কর্মরত। জানা যাচ্ছে, এসআইআর-এর ফর্ম ফিলাপ করা সত্ত্বেও তাঁদের নাম মৃতের তালিকায় রয়েছে। চিন্তিত রয়েছেন আদৌ নাম উঠবেন কি না। যদিও, গতকাল (শুক্রবার) অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের ডেকে আশ্বস্ত করেছিলেন সব ঠিক মতো হয়ে যাবে। তবে মায়া দেবী চাইছেন, যাতে তাঁর নাম ঠিকঠাক ভাবে ওঠে আর তিনিও ভোট দিতে পারেন।
মায়া দাস বলেন, “আমার নাম আসেনি। উল্টে আমায় মৃত বলা হয়েছে। আমার ছেলেকে খবর দিলে জানতে পারবে। আমার পাশেও কেউ নেই। এই চিন্তায় আমি যদি অসুস্থ হয়ে পড়ি দেখবে কে? আমি পুরো বাড়ির মধ্যে একা। এখন যা অবস্থা আমায় নাগরিক বলেই মনে নিতে পারছে না। মানুষের ভাল করার নাম করে এই ভাবে যদি খারাপ করে, বিপদে ফেলে তাহলে আমরা কী আশায় বাঁচব।” প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে খসড়া তালিকায় নাম ওঠেনি কার্গিল যুদ্ধে অংশ নেতা সেনা-জওয়ানের। কাজের সূত্রে বাইরে বাইরে কাটাতে হয়েছে ওই সেনার জীবনের অধিকাংশ সময়। সেনা জওয়ান ও তাঁর পরিবারকে এসআইআর পর্বে এমন হয়রানির মুখে পড়তে দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় পৌরপিতা চম্পক দাস।
