AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Scam: গুদাম থেকে উধাও ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল, প্রায় ৪ কোটি টাকা গরমিলের অভিযোগ কাকদ্বীপে

Ration Scam: এই হোলসেলারের বিরুদ্ধে ২০২৩ সালে রেশনের কয়েশো কুইন্টাল চাল গরমিলের অভিযোগ ছিল। খাদ্য দফতরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় ওই হোলসেলার। বর্তমানে জামিনে আছে।

Ration Scam: গুদাম থেকে উধাও ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল, প্রায় ৪ কোটি টাকা গরমিলের অভিযোগ কাকদ্বীপে
গুদাম থেকে চাল উধাওImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2025 | 3:41 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা:  রেশন দুর্নীতির আবহে আবারও রাজ্য প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চালে নিয়ে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে। সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল  হোলসেলারের গুদাম থেকে উধাও। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এই চাল ১৫ – ২০২১ অর্থ বর্ষে বরাদ্দ ছিল। ওই হোলসেলার অমিত ভকতের বিরুদ্ধে এফআইআর করলেন কাকদ্বীপের মহকুমাশাসক। অমিত ভকতের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা রুজু করেছে কাকদ্বীপ থানা।

এই হোলসেলারের বিরুদ্ধে ২০২৩ সালে রেশনের কয়েশো কুইন্টাল চাল গরমিলের অভিযোগ ছিল। খাদ্য দফতরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় ওই হোলসেলার। বর্তমানে জামিনে আছে।

বিজেপি এই দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। শাসক দল ও সরকারি আধিকারিকরাও এই দুর্নীতিতে জড়িত বলে সরব বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত মালি জানিয়েছেন, মহকুমা প্রশাসন তদন্ত করে গরমিল পাওয়ার পর এফআইআর হয়েছে। তবে দুর্যোগ এলে ত্রাণের চালের সংকট হবে না। অন্যদিকে কাকদ্বীপ শহরে হোলসেলার অমিত ভকতের গুদাম তালাবন্ধ। বাড়িতে গিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি।