‘মা ওরা আমার সঙ্গে নোংরা কাজ করে, রোজ…’, মাকে আত্মহত্যার হুমকি-চিঠি ক্লাস ফোরের ছাত্রের
South 24 Parganas: প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুমতি ছাড়াই সোনারপুরের চৌহাটিতে ছেলে ও মেয়েদের দুটি হোস্টেল খোলা হয়েছিল৷
দক্ষিণ ২৪ পরগনা: ‘মা ওরা নোংরা কাজ করে আমার সঙ্গে…’ চিঠিতে আধো আধো লিখেছিল ক্লাস ফোরের বাচ্চা ছেলেটি। মা সেই চিঠি পেয়েই হন্তদন্ত হয়ে রওনা দেয় হোস্টেলের দিকে। আর তাতেই পর্দাফাঁস হোস্টেলের। হোস্টেলের বন্ধ ঘরেই দিনের পর দিন চলত ছেলেদের নির্বিশেষে যৌন নির্যাতন। ভয়ঙ্কর অভিযোগ ঘিরে শোরগোল সোনারপুলের চৌহটি এলাকায়।
এই ঘটনায় হোস্টেলের দুই কর্মীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ ৷ ধৄতেদের নাম সোমনাথ চক্রবর্তী ও তারক মন্ডল৷ সরকারিভাবে জানা গিয়েছে, এই ছাত্রাবাসে ওয়ার্ডের দায়িত্ব পালন করতেন ধৃতরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুমতি ছাড়াই সোনারপুরের চৌহাটিতে ছেলে ও মেয়েদের দুটি হোস্টেল খোলা হয়েছিল৷ সম্প্রতি ছেলেদের হোস্টেলের চতুর্থ শ্রেণির এক ছাত্র তার মা কে চিঠি লিখে জানায় যে, ভয় দেখিয়ে তার উপর ও অন্যান্য ছাত্রদের উপর প্রতিদিন নোংরা কাজ করা হচ্ছে ৷ এই অবস্থায় হোস্টেল থেকে নিয়ে না গেলে আত্মহত্যা করবে বলে মা কে চিঠি লিখে জানায় সে ৷
ওই ছাত্রের মায়ের কথায়, “আমাকে আমার ছেলে চিঠি লেখে। তা পড়ে তো আমার মাথায় বাজ পড়ে। চিঠিতে ছেলে জানায়, ওর সঙ্গে নোংরা কাজ করা হচ্ছে। শুধু আমার ছেলের সঙ্গেই নয়, অন্য বাচ্চাগুলোর সঙ্গেও এমনটা হচ্ছে। আমি যতবার বাড়িতে আনি, তখনই দেখতাম অন্যমনস্ক থাকত ও। সব বাচ্চাগুলোকে ভয় দেখিয়ে রাখত ওরা। ঘুম থেকে ওদের তুলে নিয়ে গিয়ে নিজেদের ঘরে নিয়ে যেত।”
অন্য আরেক মায়ের কথায়, “কাল রাতে আমি গোটা বিষয়টি জেনেছি। আমার ছেলে তো ভয়ে কিছুই বলেনি। তখন আমার ছেলেও বলল ওর সঙ্গে যে নোংরামি করত। তারকের নামই বলল ও। আমার ছেলে বাঁচত কিনা, তা বলতে পারছি না।”
এই চিঠি পেয়েই হোস্টেলে গিয়ে নিজের ছেলেকে নিয়ে যায় তার মা ৷ সমস্ত বিষয় জানার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে, হোস্টেলের একাধিক বাচ্চার সঙ্গেও একই কাজ করা হয়েছে। তারাও নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ সংস্থার দুটি হোস্টেলই সিল করে দিয়েছে পুলিশ ৷ হোস্টেলে থাকা সমস্ত ছেলে ও মেয়েদের উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আপাতত হোস্টেলেরই দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মেয়েদের ওপরেও অত্যাচার হত বলে শোনা যাচ্ছে। তবে নিগৃহীত ছাত্ররাই এ কথা বলেছে। এখনও মেয়েদের হোস্টেল থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত চলছে। আপাতত দুই হোস্টেলই সিল করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: ‘আমি মোটা রাজা, রোব্বারই এক লক্ষ চাই…’, হাইওয়ের ধারের ধাবায় তখন পরিস্থিতি সামলালেন কর্মী