ঝড়খালিতে উল্টে গেল পর্যটকবোঝাই নৌকা, মৃত ইঞ্জিনিয়ার

বাকি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে সুবোধ নামে ওই প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঝড়খালিতে উল্টে গেল পর্যটকবোঝাই নৌকা, মৃত ইঞ্জিনিয়ার
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 31, 2021 | 4:36 PM

দক্ষিণ ২৪ পরগনা: ঝড়খলিতে (Jharkhali) উল্টে গেল পর্যটকবোঝাই নৌকা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা এক, খোঁজ পাওয়া যাচ্ছে না আরও এক মহিলার। চলছে তল্লাশি। মৃতের নাম সুবোধ বৈতন্য (৬৫)।

শীতের মরশুমে ঝড়খালি, সুন্দরবন পর্যটকদের ভিড় এমনিতেই বেশি। রবিবার সকালে ছেলে বৌমাকে নিয়ে ঝড়খালি গিয়েছিলেন আসানসোলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুবৌধ বৈতন্য। তাঁরা ঝড়খালিতে একটি নৌকায় ওঠে। তাঁরা দলে ছিলেন ৭-৮ জন। আরও বেশ কয়েকজন ওই নৌকাতে ওঠেন। মোট ১২ জন যাত্রী ছিলেন ওই নৌকায়।

প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথম থেকেই নৌকাটি টাল সামলাতে পারছিল না। তাতে ভয় পাচ্ছিলেন যাত্রীরা। তবে মাঝি তাঁদের আশ্বস্ত করেছিলেন। নৌকা পাড় ছাড়ার কিছুক্ষণের মধ্যেই উল্টে যায়। তলিয়ে যান যাত্রীরা। তড়িঘড়ি স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পৌঁছে যায় কোস্টাল থানার পুলিসও।

আরও পড়ুন: টার্গেট গার্লস স্কুল, হাতেই হাতেই হয়ে যেত নেশার ট্যাবলেট পাচার!

এক মহিলার খোঁজ এখনও মেলেনি। বাকি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে সুবোধ নামে ওই প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।