Sundarban: স্ত্রীর সামনেই জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, সুন্দরবনে ভয়ঙ্কর পরিণতি কাঁকড়া শিকারীর

Sundarban: আকছাড় সুন্দরবনে বাঘের আক্রমণ মৎস্যজীবীদের প্রাণ যাওয়ার খবর সামনে এসেছে। এবার প্রাণ গেল এক কাঁকড়া শিকারীর। বাঘে টেনে নিয়ে গেল তাঁকে। সেই খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ছে পরিবার।

Sundarban: স্ত্রীর সামনেই জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, সুন্দরবনে ভয়ঙ্কর পরিণতি কাঁকড়া শিকারীর
অনেশ্বর ফকির ও তাঁর স্ত্রী ভগবতী ফকিরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 2:06 PM

সুন্দরবন: পেটের দায়ে জঙ্গলে যান ওরা। কাঁকড়া-মাছ-মধু সংগ্রহ করেই সংসার চলে ওদের। কার্যত প্রাণ হাতে নিয়েই যেতে হয় সুন্দরবনের গভীর জঙ্গলে। বরাত জোরে বেঁচে ফিরে এলে পরিবারের স্বস্তি। নতুবা…

আকছাড় সুন্দরবনে বাঘের আক্রমণ মৎস্যজীবীদের প্রাণ যাওয়ার খবর সামনে এসেছে। এবার প্রাণ গেল এক কাঁকড়া শিকারীর। বাঘে টেনে নিয়ে গেল তাঁকে। সেই খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ছে পরিবার।

পরিবার সূত্রে খবর, গত ৯ জুলাই কাঁকড়া ধরতে সুন্দরবনের কুস্তরী খাল এলাকায় যান কাকদ্বীপ থানার অন্তর্গত গনেশনগর এলাকার বাসিন্দা অনেশ্বর ফকির (৫৬) ও তাঁর স্ত্রী ভগবতী ফকির (৪২)। রবিবার বিকালে ভগবতী ফকির জানান যে অনেশ্বরকে বাঘে টেনে নিয়ে গিয়েছে।

আর এই খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই ওই মৎস্যজীবীর। ইতিমধ্যে কাকদ্বীপ থানা ও বন দফতরকে বিষয়টিকে জানানো হয়েছে। নিখোঁজের বৌমা বলেন, “আমাদের এখানের অনেক লোকজনই কাঁকড়া ধরতে যায়। ভোটের পরের দিন আমার শ্বশুড় আর শাশুড়িও গিয়েছিলেন। প্রতিদিন ফোনে কথা হয়। কালকেও ফোন করেছিলেন। এরপর বেলা তিনটে নাগাদ আমার শাশুড়ি ফোনে বলেন যে শ্বশুরকে পাওয়া যাচ্ছে না।” পাশের আরও এক প্রতিবেশী বলেন, “ওনার স্ত্রী ফোন করে জানান যে স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”