AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MLA: ‘বুথে লিড দিলেই ১ লক্ষ দেব’, বিতর্ক বাড়ালেন TMC-র পরেশরাম

TMC MLA Pareshram Das: ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ভোটে জিততে এবার পুরষ্কারের কথা ঘোষণা করলেন তিনি। এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরেশরামকে বলতে শোনা যাচ্ছে, "আমাদের টার্গেট এক লক্ষ। আমার এগারোটা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট ও ভোটার সংখ্যা অনুযায়ী প্রথম লিড দেবে সেই অঞ্চলকে এক লক্ষ টাকা পুরষ্কৃত করব।"

TMC MLA: 'বুথে লিড দিলেই ১ লক্ষ দেব', বিতর্ক বাড়ালেন TMC-র পরেশরাম
বিতর্ক বাড়ালেন পরেশরাম দাসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2025 | 8:53 PM
Share

ক্যানিং: সামনের বছর (২০২৬)-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার তোড়জোড় শরু করে দিয়েছে তৃণমূল। সেই আবহে এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূল নেতা বিধায়ক বড় ঘোষণা করলেন দলের নেতাদের উদ্দেশে। আগামী বিধানসভা ভোটে যে বুথ সভাপতি যত বেশি লিড দেবে তাঁকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবেন বিধায়ক পরেশরাম দাস।

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ভোটে জিততে এবার পুরষ্কারের কথা ঘোষণা করলেন তিনি। এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরেশরামকে বলতে শোনা যাচ্ছে, “আমাদের টার্গেট এক লক্ষ। আমার এগারোটা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট ও ভোটার সংখ্যা অনুযায়ী প্রথম লিড দেবে সেই অঞ্চলকে এক লক্ষ টাকা পুরষ্কৃত করব। দ্বিতীয় যে হবে তাকে পঁচাত্তর হাজার টাকা। তৃতীয় যে হবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরষ্কার দেব।” তিনি আরও বলেন, “আর এগারোটা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে সেই বুথের মধ্যে সেরা লিড যে বুথ দেবে সেই দিন রাতেই আমরা পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিকে পঞ্চাশ হাজার টাকা দেব।”

বিধায়কের এই বিতর্কিত মন্তব্য নিয়ে বেশি কিছু বলতে চাননি ক্যানিং পশ্চিমের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “এটা ওঁর সম্পূর্ণ নিজস্ব বিষয়। এই আর্থিক বিষয় সমর্থন করি না।” জেলা বিজেপি নেতা সঞ্জয় নায়েক,”উদ্দেশ্য একটাই যেনতেন প্রকারে জেতা। সেটা ছাপ্পা হোক বা যাই হোক।”