Thakurpukur: ঠাকুরপুকুরে পুকুরের জলে ডুবে মৃত্যু ২ নাবালকের
Thakurpukur: বাচ্চা দুটিকে ডুবে যেতে দেখে এলাকাবাসী তড়িঘড়ি তাদের উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়।
ঠাকুরপুকুর: মর্মান্তিক! পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই নাবালকের। ঠাকুর পুকুরের ঘটনা। মৃত দু’জনের নাম শীতল ধানুকা (১৫) ও শুভদীপ বড়ুয়া (১৬)। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে স্নানে নামে ওই দুই নাবালক। সেই সময় আচমকা একজন জলে ডুবে যেতে থাকে। তখন তাঁকে বাঁচাতে আরও একজন জলে নামে। এরপর দু’জনই জলে ডুবে যায়।
বাচ্চা দুটিকে ডুবে যেতে দেখে এলাকাবাসী তড়িঘড়ি তাদের উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, দুই নাবালকের মধ্যে শীতল ধানুকা কালিতলা আশুতি থানা এলাকার জগন্নাথপুর গোষ্ঠতলার বাসিন্দা।
এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিতলা আশুতি থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা বলেন, “ওরা দুজন স্নান করছিল। আমি ঘরের ভিতরে ছিলাম। আচমকা দেখি সকলে দৌড়চ্ছে। সঙ্গে ছুটি। দেখি জলে বুদবুদ উঠছে। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার হয়েছে দেহ।”