AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

থ্যাঁতলানো মুখ, ভাঙা দাঁত, বীভৎস অবস্থায় জয়নগরে উদ্ধার মহিলার দেহ

Jaynagar: তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে বকুলতলা থানার পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

থ্যাঁতলানো মুখ, ভাঙা দাঁত, বীভৎস অবস্থায় জয়নগরে উদ্ধার মহিলার দেহ
জয়নগরে মৃতদেহ উদ্ধার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 22, 2025 | 4:17 PM
Share

জয়নগর: এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জয়নগরের বকুলতলা থানা এলাকার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর- রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে বকুলতলা থানার পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার মুখের একদিক থ্যাঁতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। জখম জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান এলাকার লোকজন। রাতেই উদ্ধার করে জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।অতিরিক্ত রক্তক্ষরনেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

পুলিশ জানিয়েছে মৃতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। কে কীভাবে মহিলাকে ওই জায়গায় এনে কোপালো তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, “মহিলা কিছু বলার চেষ্টা করছিলেন। কী বললেন বুঝতে পারলাম না।”