AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Train: হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার বিশেষ লোকাল ট্রেন, চলবে রাত ২টোতেও

Howrah Train: শুধু ব্যান্ডেলের জন্যই নয়, বিশেষ কয়েকটি দিনে হাওড়া থেকে মশাগ্রাম যাওয়ার ট্রেনের রুট বাড়িয়ে বর্ধমান পর্যন্ত করা হবে।

Howrah Train: হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার বিশেষ লোকাল ট্রেন, চলবে রাত ২টোতেও
ফাইল ছবি
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 10:21 PM
Share

কলকাতা: হাওড়া ডিভিশনে ট্রেনে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। সকাল থেকে রাত একগুচ্ছ লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন চলাচল করে হাওড়া ডিভিশনে। সম্প্রতি দুর্গাপুজোয় ওই সব ট্রেনে প্রায় তিলধারণের জায়গা ছিল। প্রতিবারই উৎসবের মরসুমে ভিড়ের আধিক্য থাকে চোখে পড়ার মতো। দুর্গা পুজো, কালী পুজোর পাশাপাশি জগদ্ধাত্রী পুজোও ব্যতিক্রম নয়। ভিড়ের কথা মাথায় রেখে এবার হাওড়া থেকে ব্যান্ডেল বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল।

আগামী ৮ নভেম্বর (শুক্রবার) থেকে ১২ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ট্রেনগুলি চালানো হবে। হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে প্রতিটি স্টেশনে থামবে ওই ট্রেনগুলি। মোট পাঁচ জোড়া ইএমইউ বা লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এছাড়াও হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত চলবে আরও একটি বিশেষ ট্রেন।

রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার স্পেশাল ট্রেনগুলি ছাড়ার সময় হল বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ৫৫, রাত ৮টা ৩৫, রাত ১১টা ৩০ ও রাত ১২টা ৩০। অন্যদিকে, ডাউন লাইনে অর্থাৎ ব্যান্ডেল থেকে হাওড়া পৌঁছনোর ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৩৫. রাত ৯টা ২০, রাত ৯টা ৫৫ রাত ১টা ও রাত ২টোয়।

হাওড়া থেকে বর্ধমান যাওয়ার বিশেষ ট্রেন হাওড়া ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। ওই ট্রেনটি চলবে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এছাড়া, বর্ধমান থেকে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। মূলত চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর কথা ভেবেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমা নিরঞ্জনের দিনও চালানো হচ্ছে বিশেষ ট্রেন। ১২ নভেম্বর প্রতিমা নিরঞ্জনের দিন রাত ২টো ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। ভোর ৪টেয় ব্যান্ডেল থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। এছাড়া, ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে মশাগ্রাম যাওয়ার ট্রেনের রুট বাড়িয়ে বর্ধমান পর্যন্ত করা হবে।