অ্যাম্বুলেন্সে করে বুথে-বুথে পানীয় বিলির অভিযোগে আটক দুই বিজেপি নেতা

এ দিন একটি অ্যাম্বুলেন্সে করে এলাকার বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন বিজেপি নেতারা। সেই অ্যাম্বুলেন্সে করে পানীয় পৌঁছে দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তোলে শাসকদল।

অ্যাম্বুলেন্সে করে বুথে-বুথে পানীয় বিলির অভিযোগে আটক দুই বিজেপি নেতা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 6:13 PM

হুগলি: তৃতীয় দফার ভোট চলাকালীন অভিযোগ ও পালটা অভিযোগের জেরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এ বার অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিভিন্ন বুথে পানীয় পৌঁছে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তারকেশ্বরে শাসকদলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সেই অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করা হয়। ঘটনার জেরে এলাকার দুই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।

তৃণমূলের দাবি, এ দিন একটি অ্যাম্বুলেন্সে করে এলাকার বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন বিজেপি নেতারা। সেই অ্যাম্বুলেন্সে করে পানীয় পৌঁছে দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তোলে শাসকদল। ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু হলে তারকেশ্বরের ভবানীপুর এলাকার ১৯৮ নম্বর বুথের সামনে অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। এর ফলে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় আসে বিরাট পুলিশ বাহিনী। আটক করা হয় ওই অ্যাম্বুলেন্সের চালক ও অভিযুক্ত দুই বিজেপি নেতাকা।

আরও পড়ুন:  ‘তৃণমূল একটা পাপ, হুমকি দেওয়ার ক্ষমতা কে দিয়েছে সুজাতাকে?’ পালটা তোপ সৌমিত্রর

আটক হওয়া দুই বিজেপি নেতার নাম সীতানাথ মান্না ও বাবুয়া সাউ বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি এবং ভোটারদের প্রভাবিত করতেই এলাকার বিজেপি নেতারা অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে। অ্যাম্বুলেন্সের চালকের বক্তব্য, এটি রোগী পরিবহণের জন‍্য ব্যবহার হলেও এতে করে বুথে বুথে ঘুরে পানীয় পৌঁছে দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন:  ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী পাপিয়া, শারীরিক নিগ্রহেরও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে