চাপ চাপ রক্ত পড়ে কলাবাগানে, পাতা সরাতেই মিলল দুই ক্ষত বিক্ষত দেহ
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শান্তিপুর থানার সামনে ঘেরাও ও বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)।
নদিয়া: ভোটের মুখে জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে (Shantipur)। মৃতদের নাম প্রতাপ বর্মন (২৫), দীপঙ্কর বিশ্বাস (৩৫)। নিহতদের মধ্যে একজন সক্রিয় বিজেপি কর্মী বলে দাবি গেরুয়া শিবিরের। ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার শান্তিপুর বনধের ডাক দিয়েছে বিজেপি।
সূত্রের খবর, একই জায়গায় থাকতেন প্রতাপ ও দীপঙ্কর। তাঁরা দিনমজুরের কাজ করতেন। বুধবার বিকেলে একইসঙ্গে বাড়ি থেকে বের হন তাঁরা। এরপর রাত গভীর হলেও বাড়ি ফেরেননি। রাতভর উদ্বেগে কাটে পরিবারের লোকজনের। চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারেননি দুই পরিবারের সদস্যরা।
এরপরই বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শান্তিপুর থানার মেথিরডাঙা গ্রামের কলাবাগানে দেখেন রক্তের ছাপ। এগিয়ে যেতেই শিউরে ওঠেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রতাপ, দীপঙ্কর। ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত দুই যুবকের পরিবারের দাবি, এটি খুনের ঘটনা।
আরও পড়ুন: রাতভর মর্গে ছিল মৃতদেহ, সকালে বীভৎসতা দেখে শিউরে উঠলেন পরিজনরা
অন্যদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শান্তিপুর থানার সামনে ঘেরাও ও বিক্ষোভ দেখায় বিজেপি। শান্তিপুর থানায় যান রানাঘাটের বিজেপি সাংসদ তথা শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারও। তিনি দাবি করেন, মৃত দুই যুবক তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনার যথাযথ তদন্ত দাবি তোলেন তিনি। পাশাপাশি শুক্রবার ১২ ঘণ্টার শান্তিপুর বনধের ডাক দেয় বিজেপি।