BSF Jawans News: বারবার ভারতে ঢুকে পড়া? অনুপ্রবেশকারীদের ‘ঘাড় ধরে’ বাংলাদেশ পাঠাল BSF
BSF and BGB news:জানা গিয়েছে, গত ১৬ই জুন উত্তর দিনাজপুরের রাজগঞ্জ সেক্টরে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা। পরবর্তীতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানতে পারা যায়।

রায়গঞ্জ: একটু ফাঁক-ফোকড় পেলেই হল। যেন বাংলাদেশিদের একাংশ ওঁত পেতে বসে থাকে কীভাবে ভারতে ঢোকা যায়। কিন্তু সদা-সতর্ক বিএসএফ-এর নজর এড়িয়ে কতদিন বেআইনিভাবে এ দেশে থাকবেন তাঁরা? তেমনই ঘটনা ঘটেছিল উত্তর দিনাজপুরের রাজগঞ্জে। তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কার্যত ‘ঘাড় ধরে’ ফের বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ।
জানা গিয়েছে, গত ১৬ই জুন উত্তর দিনাজপুরের রাজগঞ্জ সেক্টরে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা। পরবর্তীতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানতে পারা যায়। ধৃতদের মধ্যে একজন হলেন মহিনুর মোল্লা। বাড়ি যশোরে। অপর দু’জন হলেন শিয়াজগঞ্জের বাসিন্দা বাপি রায় ও মিঠু প্রশান্ত রায়। এদের কাছ থেকে মোবাইল ফোন, কানের দুল, হাতের আঙটি, বাংলাদেশি টাকা ও ভারতের নকল আধার কার্ড উদ্ধার হয়েছে। আজ ধৃতদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়েছে।
তবে শুধু এরাই নয়, একই সঙ্গে এই রাজগঞ্জ থেকে আরও দু’জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। ধৃতরা হলেন নওগাঁওয়ের বাসিন্দা মিজারুল ইসলাম। অন্যজন হলেন আনিসুর হোসেন। তিনিও এই নওগাঁওয়েরই বাসিন্দা। আজ মঙ্গলবার তাঁদেরও ফ্ল্যাগ মিটিং করে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।





