উত্তর দিনাজপুর: গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি কাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও এক। তিনিও সাজ্জাকের সহযোগী হিসাবে কাজ করেছিলেন বলে পুলিশের দাবি। অভিযুক্তের নাম হবিবুর রহমান। অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকায় থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলো ইসলামপুর মহকুমা আদালত।
জানা গিয়েছে, সাজ্জাক আলম, আব্দুল হুসেন ওরফে আবালদের সঙ্গে রায়গঞ্জ জেলেই বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিবুর রহমানের। এই হবিবুর রহমানই টাকা দিয়ে মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র কেনার জন্য সাজ্জাককে সহযোগিতা করেছে বলে জানান সরকারি আইনজীবী সঞ্জয় ভওয়াল।
প্রসঙ্গত, গত বুধবার আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকর্মীকে গুলি করে পালিয়েছিল একটি খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাক। গোটা ঘটনার পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাজ্জাককে ধরতে সীমান্তবর্তী এলাকাগুলিতে ওঁত পেতে ছিলেন তদন্তকারীরা। গত শনিবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাজ্জাক। তখনই পুলিশ ধাওয়া করে। সেদিনও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাজ্জাক। বাধ্য হয়ে পুলিশকেও গুলি চালাতে হয়। মৃত্যু হয় সাজ্জাকের। এরপরও জারি থাকে পুলিশের অভিযান। দুদিনের মধ্যে ধরা পড়ে আব্দুলও। এবার জালে সাজ্জাকের আরও এক সঙ্গী।