AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raiganj: পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে ‘খুন’, কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার

Raiganj: শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন, তাঁকে কেউ বা কারা বেধড়ক মারধর করেছেন। ইসলামপুর মহকুমা ভর্তি রয়েছেন। সকালে পরিবারের লোকজন ইসলামপুর মহকুমা হাসপাতালে গেলে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

Raiganj: পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে 'খুন', কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার
দেহ উদ্ধার
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 1:34 PM
Share

উত্তর দিনাজপুর: এক পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইলুয়াবাড়ি এলাকায়। মৃত ওই যুবকের নাম পল্টু ওঁরাও (২৫)। বাড়ি গোয়ালপোখর থানার ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পাঞ্জিপাড়ার শান্তি নগর এলাকায় একটি পাত্তি মিলে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা হয় ওই যুবক। রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ইলুয়াবাড়ি এলাকা থেকে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। গভীর রাতে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন, তাঁকে কেউ বা কারা বেধড়ক মারধর করেছেন। ইসলামপুর মহকুমা ভর্তি রয়েছেন। সকালে পরিবারের লোকজন ইসলামপুর মহকুমা হাসপাতালে গেলে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

পরিবারের এক সদস্য বলেন, “খুব ভালো ছিল ওই যুবক। কোনও খারাপ নেশাও ছিল না।” তাহলে কী কারণে এই ঘটনা, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।