Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিশন ‘সোনার বাংলা’, কী কী থাকছে বিজেপির ইস্তেহারে?

চাকরি, স্বাস্থ্য, পর্যটন- বিভিন্ন উন্নয়ন খাতে একাধিক প্রতিশ্রুতি জায়গা পাচ্ছে বিজেপি (BJP)-র ইস্তেহার (Manifesto)-এ

মিশন 'সোনার বাংলা', কী কী থাকছে বিজেপির ইস্তেহারে?
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 7:06 PM

পশ্চিমবঙ্গ: লক্ষ্য ‘সোনার বাংলা’, তাই মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়েই তৈরি হবে বিজেপি (BJP)-র নির্বাচনী ইস্তেহার (Manifesto)। তাতে থাকছে বেকারদের চাকরি, পশ্চিমবঙ্গের শিল্প, নারী নিরাপত্তা, গরিবদের জন্য পাকা বাড়ি, দলিত ও মতুয়া সম্প্রদায়ের জন্য পেনশনের ব্যবস্থা-সহ একাধিক প্রতিশ্রুতি। একুশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) সামনে রেখে বুধবারই সামনে এসেছে তৃণমূল (TMC)-এর ইস্তেহার। এদিনই জানা গেল বিজেপির ইস্তেহার প্রকাশের সম্ভাব্য দিন। জানা গিয়েছে প্রথম দফা ভোটের ছিক ৬ দিন আগে আগামী ২১ মার্চ প্রকাশিত হবে বিজেপির নির্বাচনী ইস্তেহার। কী কী থাকছে তাতে?

শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি:

বাংলায় বেকারত্ব ও সরকারি চাকরিতে দুর্নীতিকে ইস্যু করে নিরন্তর প্রচার চালিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বাংলায় কর্মসংস্থান ও স্বাস্থ্য খাতে তাই একাধিক প্রতিশ্রুতির কথা থাকছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। সূত্রের খবর, ইস্তেহারে থাকছে রাজ্যের সমস্ত সরকারি কর্মীর জন্য লাগু হবে সপ্তম পে কমিশন। চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি থাকছে। শিক্ষকদের বেতন নির্ধারণে কমিশন বসানোর কথা বলা হতে পারে এই ইস্তেহারে। এছাড়া থাকছে চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার প্রতিশ্রুতি। বাংলায় ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা হবে। মহিলাদের জন্য চাকরিক্ষেত্রে ৩৩ শতাংশ পর্যন্ত সংরক্ষণ দেওয়ার কথা বলা হতে পারে। বাংলায় বিজেপি সরকার গড়লে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ঠিক হবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। এছাড়া মতুয়া দলিতদের জন্য পেনশন দেওয়ার কথা বলা হতে পারে বলে খবর।

সামাজিক প্রকল্প:

বাংলা জয়ে মরিয়া বিজেপির ইস্তাহারে বড় জায়গা জুড়ে থাকছে গরিবদের উন্নয়ন করার প্রতিশ্রুতি। জানা গিয়েছে, কৃষকদের জন্য ১৮ হাজার টাকা এরিয়াস দেওয়ার কথা ঘোষমা হতে পারে। এছাড়া প্রতি বছর চার লক্ষ মৎস্যজীবী পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়া হবে। তিলি-সহ অনগ্রসর শ্রেণিকে ওবিসি কোটাভুক্ত করা হবে। প্রতিটি গরিব পরিবারকে পাকা বাড়ি করে দেওয়ার কথা বলা হবে।

জলশক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী বিভিন্ন রাজ্যে বাড়ি-বাড়ি সরাসরি জল পৌঁছনোর নিরিখে বাংলার স্থান সবচেয়ে নীচে। প্রধানমন্ত্রী নিজেও বঙ্গ সফরে এসে এই অভিযোগের কথা তুলেছিলেন। তাই ইস্তেহারে বলা হবে, রাজ্যের সবকটি ঘরে জলের লাইন পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: TMC Manifesto 2021: বছরে সাধারণ পরিবারকে ৬ হাজার, ওবিসি-তপসিলিদের ১২ হাজার টাকা ভাতা

রাজ্যে বসবাসকারী উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হতে পারে। তাদের জন্য ওয়েলফেয়ার স্কিম তৈরি করে চাকরি, স্বাস্থ্য পরিষেবার উন্নতির চেষ্টা করার কথাও থাকবে বলে সূত্রের খবর। রিজিওনাল ডেভেলপমেন্ট স্কিমে অগ্রাধিকার দেওয়া হবে জঙ্গলমহলের বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাকে। সেখানে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার স্কিম করা হবে।

পর্যটন বিভাগের উন্নতিকরণ:

পাহাড় থেকে সমুদ্র, সমতল থেকে লালমাটির দেশ, বাংলায় দর্শনীয় স্থানের জায়গা প্রচুর। এদিকে চোখ রেখে পর্যটন বিভাগের বিশেষ উন্নতির কথা বলা হতে পারে বিজেপির ইস্তেহারে। জানা গিয়েছে, এই ইস্তেহারে থাকছে উত্তরবঙ্গে টুরিজম সার্কিট তৈরির কথা। দার্জিলিঙ এবং মদনমোহন মন্দির, এই দুটি জায়গা নিয়ে তৈরি হবে টুরিজম সার্কিট। কলকাতাকে ‘ফিউচারিস্টিক কালচারাল হাব’ বানানোর প্রতিশ্রুতি থাকছে ইস্তেহারে। দক্ষিণ ২৪ পরগনায় সি-ফুড প্রসেসিং হাব তৈরি করা হবে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার মর্যাদা দেওয়া হবে।