Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Manifesto 2021: বছরে সাধারণ পরিবারকে ৬ হাজার, ওবিসি-তপসিলিদের ১২ হাজার টাকা ভাতা

বুধবার কালীঘাটের বাড়ি থেকেই একুশের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC Manifesto 2021: বছরে সাধারণ পরিবারকে ৬ হাজার, ওবিসি-তপসিলিদের ১২ হাজার টাকা ভাতা
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2021 | 12:43 PM

কলকাতা: গত রবিবার প্রকাশ পাওয়ার কথা ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছিল সেই কর্মসূচি। বুধবার কালীঘাটের বাড়ি থেকেই একুশের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা, হিন্দি, ইংরাজি , অলচিকি ও নেপালি এই পাঁচ ভাষায় ইস্তাহার প্রকাশ করে তৃণমূল।

একনজরে দেখুন কী কী রয়েছে তৃণমূলের ইস্তাহারে…

বছরে ৪ বার দুয়ারে সরকারের আয়োজন করা হবে।

দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। দেড় কোটি পরিবারে পৌঁছে যাবে রেশন।

লক্ষ লক্ষ বিধবা, প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা। মে মাস থেকে ১৮ বছর বয়সের কেউ বিধবা হলেই (যে সম্প্রদায়ের হোক না কেন) মাসিক ১ হাজার টাকা করে বিধবা ভাতা দেওয়া হবে।

৩৫ লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে আনা হবে।

প্রতি পরিবার বছরে পাবে ৬ হাজার টাকার ভাতা। ওবিসি ও তপসিলিদের পরিবারে বছরে ১২ হাজার টাকার ভাতা। প্রত্যেক পরিবারের ন্যূনতম আয় নিশ্চিত করতে এই পদক্ষেপ।

কৃষকবন্ধু প্রকল্পে ৬০০০ টাকার সাহায্য বাড়িয়ে ১০,০০০ টাকা করার প্রতিশ্রুতি।

মতুয়া দলপতিদের জন্য পেনশনের ব্যবস্থা।

ছাত্র-যুবদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড। মাত্র ৪ শতাংশ সুদে মিলবে এই ক্রেডিট কার্ড।

১০ লক্ষ নতুন এমএসএমই।

পাহাড়ে জন্য তৈরি হবে বিশেষ উন্নয়ন বোর্ড।

ট্যাব দেওয়া যেভাবে হয় সেটা চলবে, মেয়েদের জন্য আরো বেশি করে স্কুল করা হবে।

বাংলা আবাস যোজনায় তৈরি হবে আরও ২৫ লক্ষ বাড়ি।

আরও পড়ুন: তৃণমূলে থেকে শিশির বললেন, ‘কে বলল আমি তৃণমূলে আছি?’