Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপি প্রার্থীর উস্কানিমূলক মন্তব্যের জের, ছেঁড়া হল দলীয় পতাকা, অভিযোগ ঘাসফুলের

ঘটনায় সাইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে প্রচারে বেরিয়ে লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল বাধার সম্মুখীন হন। সোমডাঙায় প্রচারে গিয়ে বিশ্বজিৎকে জুতো-ঝেঁটা দেখানো হয়। বিজেপির তরফে অভিযোগ করা হয়, তৃণমূলের দুষ্কৃতীর এই কাণ্ড ঘটিয়েছে। সে বার পুলিশি হস্তক্ষেপে অপ্রীতিকর পরিস্থিতিটি এড়ানো যায়।   

বিজেপি প্রার্থীর উস্কানিমূলক মন্তব্যের জের, ছেঁড়া হল দলীয় পতাকা, অভিযোগ ঘাসফুলের
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Apr 16, 2021 | 11:13 AM

বীরভূম:  ভোটমুখী বঙ্গের পঞ্চম দফা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে বৃহস্পতিবার রাতে ঘাস-পদ্ম সংঘর্ষকে কেন্দ্র করে  উত্তপ্ত হয়ে উঠল সাইথিয়ার ভ্রমরকল। গভীর রাতে তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

তৃণমূলের (TMC) অভিযোগ, বৃহস্পতিবার রাতে ভ্রমরকলে প্রচারে আসেন লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। সেখানে প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন।  অভিযোগ, এরপরেই গভীর রাতে ভ্রমরকলের গ্রামে গিয়ে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেয় বিজেপি (BJP) সমর্থকরা।

তৃণমূলের অঞ্চল সভাপতি তাইরুল শেখ পাল্টা হুঙ্কার দিয়ে বলেন, ” আমরা চাইলে পতাকা খুলে দিতে পারি। কিন্তু সেটা করব না। ২মে-র পর এমনিই খেলা হবে। সব পতাকা খোলা হবে।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

ঘটনায় সাইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে প্রচারে বেরিয়ে লাভপুরের বিজেপি (BJP) প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল বাধার সম্মুখীন হন। সোমডাঙায় প্রচারে গিয়ে বিশ্বজিৎকে জুতো-ঝেঁটা দেখানো হয়। বিজেপির তরফে অভিযোগ করা হয়, তৃণমূলের দুষ্কৃতীর এই কাণ্ড ঘটিয়েছে। সে বার পুলিশি হস্তক্ষেপে অপ্রীতিকর পরিস্থিতিটি এড়ানো যায়।

উল্লেখ্য, ভোট আবহে বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়ে উঠছে  বীরভূম। গত বুধবারই, নানুরের বিদায়ী বিধায়ক তথা সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। এছাড়াও, বিভিন্ন সময়ে বোমাবাজি, সন্ত্রাসের ঘটনা ঘটছেই বীরভূম জুড়ে এমনটাই দাবি স্থানীয়দের। বীরভূমে নির্বাচন একেবারে শেষ দফায়। তবে করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে  দফা সংকোচ হলে কবে নির্বাচন হবে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: ‘বিজেপি সরকার আর ধৃতরাষ্ট্র বাংলায় করোনা এনেছে’, ফের অনুব্রতর নিশানায় নির্বাচন কমিশন