Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর বাড়ি সামনে বোমা মারার অভিযোগ, তৃণমূল বলল ‘ওটা চকোলেট বোমা’
Bengal Panchayat Election: এই বছর রায়গঞ্জের পালাইবাড়ি গ্রামে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র দাস। তাঁর অভিযোগ, রবিবার সকালেই কেউ বা কারা তাঁর বাড়ির সামনে বোমার মারে।

রায়গঞ্জ: ভোটের বাংলায় অশান্তি অব্যাহত। এবার বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা চকোলেট বোমা দাবি করে বিজেপি-র উপরই সমস্ত দায় ঠেলল তৃণমূল।
এই বছর রায়গঞ্জের পালাইবাড়ি গ্রামে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র দাস। তাঁর অভিযোগ, রবিবার সকালেই কেউ বা কারা তাঁর বাড়ির সামনে বোমার মারে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শুধু তাই নয়, কয়েকদিন আগে ওই প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফলে এই ঘটনা যে তৃণমূল করেছেন সেই বিষয়ে ইতিমধ্যেই দু’য়ে-দু’য়ে চার করে নিয়েছেন বিজেপি নেতা। নির্মল চন্দ্র দাস বলেন, “আমার বাড়ির সামনে বোমাবাজি করেছে। যার কারণে আতঙ্কিত আমরা। ঘরছাড়া হয়ে রয়েছি আমি।”
তবে সম্পূর্ণ অভিযোগ উড়িয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রার্থী নিরেশ চন্দ্র দাস। তিনি বলেন যে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। বিজেপি এলাকায় আতঙ্ক ছড়াতে এই বোমাবাজি করেছে। পাশাপাশি তিনি এও বলেছেন যে, এলাকার ছোট বাচ্চারা চকোলেট বোমা ফাটিয়েছে।
ইতিমধ্যে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।