মাথা থ্যাঁতলানো দেহ উদ্ধার দশম শ্রেণির পড়ুয়ার, মৃত্যু নিয়ে ধন্দে পুলিশ
গত ১২ ফেব্রুয়ারি ফাঁসিদেওয়াতেই এক ব্যক্তির মাথা কাটা দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার এখনও কোনও কিনারা হয়নি।
শিলিগুড়ি: সরস্বতী পুজোর দিনেই দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুতে তোলপাড় ফাঁসিদেওয়া। পাথর (Stone) দিয়ে আঘাত করে পড়ুয়ার মাথা থেঁতলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সিদেওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন গয়া গঙ্গা চা-বাগানের ৬ নম্বর সেকশনে কারখানার সামনে। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনিকেত দাস। ১৮ বছরের অনিকেত দশম শ্রেণির ছাত্র। কিছুদিন, অনিকেতের বাবা গণেশ দাস অসুস্থ থাকায় চা বাগানের কাজে যেতে পারছিলেন না। তার পরিবর্তে অনিকেতই কাজে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাথর (Stone) দিয়েই মাথা থেঁতলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন অনিকেতকে অনেকক্ষণ না দেখতে পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। তারপরেই, অনিকেতের রক্তাক্ত দেহ আবিষ্কার হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: নাবালিকাকে অস্ত্র দেখিয়ে প্রথমে ধর্ষণ,পরে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ফাঁসিদেওয়াতেই এক ব্যক্তির মাথা কাটা দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার এখনও কোনও কিনারা হয়নি।