AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China: গভীর সমুদ্রে ১৭ হাজার জাহাজ, মাছ ধরার আড়ালে চিনের নয়া ফন্দি ফাঁস

China: ওয়াকিবহাল মহলের ধারনা, চিনা জাহাজগুলি প্রায়ই অন্য দেশের জলসীমায় ঢুকে পড়ছে। এতে ভাঙছে আন্তর্জাতিক আইন। সঙ্গে ওই সব দেশের মৎসজীবীদের ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞদের ধারনা, আদপে এটা বেজিংয়ের আগ্রাসনের একটা নয়া কৌশল।

China: গভীর সমুদ্রে ১৭ হাজার জাহাজ, মাছ ধরার আড়ালে চিনের নয়া ফন্দি ফাঁস
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 11:51 PM
Share

নয়া দিল্লি: বাঙালিদের সঙ্গে চিনাদের এক জায়গায় বিস্তর মিল। দু’জনেই মাছ খেতে খুবই ভালবাসে। কিন্তু, চিনাদের বেশি পছন্দ সমুদ্রের মাছ। এবার সেই মাছকে হাতিয়ার করেই নতুন ফন্দি আটছে শি জিনপিংয়ের দেশ। এদিকে মাছ উৎপাদনে আবার বিশ্বে এক নম্বরে রয়েছে চিন। সূত্রের খবর, বর্তমানে ডিপ ওয়াটার ফিশিংয়ে বেশ নজর দিয়েছে চিনারা। মার্কিন উপগ্রহ চিত্র থেকে পাওয়া তথ্য বলছে, চিনের অত্যাধুনিক মাছ ধরার জাহাজগুলি ভারত মহাসাগর, আরব সাগর, প্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়াচ্ছে। নিজেদের জলসীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে মাছ ধরছে। এই মুহূর্তে গভীর সাগরে প্রায় ১৭ হাজার মাছ ধরার চিনা ভেসেল রয়েছে বলে খবর। তাতেই বাড়ছে উদ্বেগ।

ওয়াকিবহাল মহলের ধারনা, চিনা জাহাজগুলি প্রায়ই অন্য দেশের জলসীমায় ঢুকে পড়ছে। এতে ভাঙছে আন্তর্জাতিক আইন। সঙ্গে ওই সব দেশের মৎসজীবীদের ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞদের ধারনা, আদপে এটা বেজিংয়ের আগ্রাসনের একটা নয়া কৌশল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্যাটেজিক ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্ট বলছে, চিনের এই মাছ ধরার জাহাজগুলি আসলে লালফৌজের নৌ বাহিনী ও কোস্ট গার্ডকে সাপোর্ট দিচ্ছে। চিন তাঁদের মৎসজীবীদের রীতিমতো আর্মি ট্রেনিং দিচ্ছে। 

এই মাছ ধরার জাহাজগুলি চলে যাচ্ছে সমুদ্রের নানা বিতর্কিত এলাকায়। যে সমস্ত এলাকায় জলের দখল নিয়ে আশেপাশের দেশগুলির মধ্য়ে সমস্যা রয়েছে। বহু ক্ষেত্রে যে বিবাদের অংশীদার চিন নিজেও। ফলে নানা দেশ এখন চিনা মৎসজীবীদের বেজিং মদতপুষ্ট মেরিটাইম মিলিশিয়া বলে ডাকতে শুরু করেছে। চিনের এই মতলবের পুরোটা কিন্তু এখনও সব দেশের কাছে স্পষ্ট নয়। তাতেই আরও বাড়ছে ধোঁয়াশা।