Ohio Gun Attack: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, ফুটবল ম্যাচের মাঝেই চলল গুলি, আহত ৩

Ohio Gun Attack: আহতদের মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় এবং এরপর স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনজনের গুলি লাগলেও, কারোর আঘাতই প্রাণঘাতী নয় বলেই জানা গিয়েছে।

Ohio Gun Attack: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, ফুটবল ম্যাচের মাঝেই চলল গুলি, আহত ৩
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2022 | 9:36 AM

টোলেডো: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। এবার আমেরিকার ওহাইয়োর একটি হাইস্কুলে ফুটবল ম্যাচ চলাকালীন হামলা চালাল বন্দুকবাজ। জানা গিয়েছে, বন্দুকবাজের হামলায় এক নাবালক সহ তিনজন আহত হয়েছেন। তবে কারোর আঘাতই প্রাণঘাতী নয়। হুইটমার হাইস্কুলের এই ঘটনার পরই গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। কী কারণে এই হামলা হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার হুইটমার হাইস্কুল বনাম সেন্ট্রাল ক্য়াথোলিক হাই স্কুলের খেলা চলছিল। আচমকাই রাত সাড়ে ৯টা নাগাদ অফ-ডিউটিতে থাকৈ এক পুলিশ কর্মী  লুকাসকাউন্টিতে ফোন করে জানান যে হুইটমার মেমোরিয়াল স্টেডিয়ামে গুলি চলেছে। যে পুলিশকর্মী ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, গুলি চালনার পরই তিনি সঙ্গে সঙ্গে স্টেডিয়াম খালি করতে শুরু করেন। পরে বাকি পুলিশকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন, ফুটবল মাঠের পাশ থেকেই আহত তিনজনকে উদ্ধার করা হয়।

আহতদের মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় এবং এরপর স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনজনের গুলি লাগলেও, কারোর আঘাতই প্রাণঘাতী নয় বলেই জানা গিয়েছে। স্কুলে প্রাথমিকভাবে লকডাউন জারি করলেও, কয়েক ঘণ্টা পর সকলকে যেতে দেওয়া হয়। এখনও অবধি অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যায়নি। ম্যাচের ভিডিয়োগুলি খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।

পুলিশের সন্দেহ, দুই স্কুলের ম্যাচ দেখতে আসা কোনও ব্য়ক্তি বা সমর্থক হামলা চালাতে পারেন। অথবা কোনও সন্ত্রাসবাদীও পরিকল্পনা করে হামলা চালাতে পারে। ম্যাচ দেখতে আসা বিপুল জনতার ভিড়েই অভিযুক্ত গা-ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছে।