Earthquake: এক সপ্তাহের ব্যবধানেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ভারতেও কি অনুভূত হল কম্পন?
Afghanistan Earthquake: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে।

কাবুল: সপ্তাহ পার হতে না হতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। বুধবার ভোরেই ফের কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(National Center for Seismology)-র তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এ দিন ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের জেরে এখনও অবধি ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। গত সপ্তাহের ভূমিকম্পের প্রভাব আশেপাশের দেশে অনুভূত হলেও, এবারের ভূমিকম্প কেবল আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের জেরে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য জানানো হবে।
Earthquake of Magnitude:4.3, Occurred on 29-03-2023, 05:49:06 IST, Lat: 34.45 & Long: 70.13, Depth: 10 Km ,Location: 85km E of Kabul , Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/jCsgyae5RY @Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @moesgoi @PMOIndia pic.twitter.com/v5EW6CyrGu
— National Center for Seismology (@NCS_Earthquake) March 29, 2023
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেই ২২ মার্চও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয় এবং প্রায় ২৫০ জন আহত হন বলে জানা গিয়েছে। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি, নয়ডা সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভারত ছাড়াও পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন, আফগানিস্তান ও কিরঘিজস্তানেও কম্পন অনুভূত হয়।
