PM Narendra Modi: ৪টি বক্তৃতা, ৭টি দ্বিপাক্ষিক বৈঠক, আমিরশাহিতে ২১ ঘণ্টায় ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

PM Modi in UAE: বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি একাধিক বিশ্বনেতা যোগ দেবেন। জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস গ্য়াস নিঃসরণ কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রনেতারা। ওই বৈঠকের পাশাপাশিই তিনটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: ৪টি বক্তৃতা, ৭টি দ্বিপাক্ষিক বৈঠক, আমিরশাহিতে ২১ ঘণ্টায় ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর
সংযুক্ত আরব আমিরশাহিতে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 3:45 PM

দুবাই: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২১ ঘণ্টা থাকবেন তিনি। তার মধ্যেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জলবায়ু পরিবর্তন নিয়ে একাধিক জায়গায় বক্তৃতা রাখার পাশাপাশি সাতটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী মোদী।

২১ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু পরিবর্তন নিয়ে ৪ জায়গায় বক্তৃতা রাখবেন। সফরসূচিতে রয়েছে ৭টি দ্বিপাক্ষিক বৈঠকও। সম্মেলনে যোগাযোগের পাশাপাশি তিনি একাধিক বৈঠকও করবে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি একাধিক বিশ্বনেতা যোগ দেবেন। জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস গ্য়াস নিঃসরণ কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রনেতারা। ওই বৈঠকের পাশাপাশিই তিনটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

বিদেশ সচিব বিনয় কাতরা জানান, সিওপি২৮ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারত ও সুইডেনের মিলিত উদ্যোগে লিড আইটি ২.০ অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।