Russian Spy Balloon in Kyiv: কিয়েভের আকাশে উড়ে বেড়াচ্ছে রাশিয়ার ৬টি বেলুন, দেখতে পেয়েই যা করল ইউক্রেনের সেনা…

Russia-Ukraine War: ইউক্রেনের বায়ুসেনার মুখপাত্রও দাবি করেন, ড্রোনের বদলে এবার হয়তো বেলুন পাঠিয়ে নজরদারি চালানো হচ্ছে। ইউক্রেনের  সেনার উপরে নজর রাখার জন্যই এই বেলুন পাঠানো হয়েছিল।

Russian Spy Balloon in Kyiv: কিয়েভের আকাশে উড়ে বেড়াচ্ছে রাশিয়ার ৬টি বেলুন, দেখতে পেয়েই যা করল ইউক্রেনের সেনা...
কিয়েভের আকাশে দেখা মেলে রহস্যজনক বেলুনের।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 2:03 PM

কিয়েভ: তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। আমেরিকা, কানাডা, আলাস্কা, রোমানিয়া, মলডোভার পর এবার রহস্যজনক বেলুনের (Mysterious Balloon) দেখা ইউক্রেনেও (Ukraine)। যুদ্ধের মাঝেই এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে (Kyiv) দেখা গেল রহস্যজনক বেলুন। বৃহস্পতিবার ইউক্রেনের মিলিটারি প্রশাসনের তরফে জানানো হয়েছে, কিয়েভের আকাশে ছয়টি রহস্যজনক বেলুনের দেখা মিলেছিল। সেগুলিকে ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের দাবি, এই বেলুনগুলি রাশিয়া পাঠিয়েছিল। ওই বেলুনে  কর্নার রিফ্লেক্টর ও নজরদারির বিভিন্ন সরঞ্জাম থাকতে পারে, এমনটাই সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশের আকাশসীমায় একাধিক রহস্যজনক উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। এই বস্তুগুলির আকার বেলুনের মতো ছিল। এগুলি রাশিয়ার তরফেই পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে বেলুনগুলি কিয়েভের উপর দিয়ে উড়ে গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বুধবারই কিয়েভে এয়ার অ্যালার্ট জারি করা হয়েছিল। টেলিগ্রামে ইউক্রেনের মিলিটারি প্রশাসনের তরফে বলা হয়েছে, “এই বেলুনগুলিকে হয়তো ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ও বায়ুসেনার ক্ষমতা আন্দাজ এবং তা ধবংস করার জন্য পাঠানো হয়েছিল।”

ইউক্রেনের বায়ুসেনার মুখপাত্রও দাবি করেন, ড্রোনের বদলে এবার হয়তো বেলুন পাঠিয়ে নজরদারি চালানো হচ্ছে। ইউক্রেনের  সেনার উপরে নজর রাখার জন্যই এই বেলুন পাঠানো হয়েছিল। রহস্যজনক বেলুনের দেখা মেলার পরই এয়ার সাইরেন বাজানো হয়।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ইউক্রেনের উপরে হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ জারি রয়েছে। আন্তর্জাতিক মহলের তরফে একাধিকবার এই যুদ্ধ থামানোর আর্জি জানানো হলেও, তা এখনও অবধি থামেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন।