এক হাত লম্বা কলা ধরে মহিলা, ছবি দেখে চোখ কপালে

নেট জগতে ঝড় তুলেছে ওই ছবি।

এক হাত লম্বা কলা ধরে মহিলা, ছবি দেখে চোখ কপালে
ইনস্টাগ্রাম
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2021 | 10:11 PM

সমারসেট: সাধারণত একটি লম্বা কলার (Banana) দৈর্ঘ্য হয় ৭ থেকে ৮ ইঞ্চি। কিন্তু এই কলা ভাইরাল। কারণ এই কলার দৈর্ঘ্য প্রায় এক মহিলার হাতের সমান। সম্প্রতি ব্রিটেনের এক মহিলা বাজার থেকে এই কলা কেনেন। তারপর সেই ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন সমারসেটের মহিলা সাম পামার। তারপরেই নেট জগতে ঝড় তুলেছে ওই ছবি।

সাম জানিয়েছেন, সাধারণ কলার থেকে প্রায় ৩ গুণ লম্বা তাঁর কেনা এই কলা। তবে এটি যে অত্যন্ত সুস্বাদু সে কথাও জানিয়েছেন সাম। তাঁর মতে এটি তাঁর খাওয়া সবচেয়ে সুস্বাদু কলা। আকারে ১ ফুট এই কলার ছবি নেট জগতে তুমুল ভাইরাল। সামের মা পলাও জানিয়েছেন, এমন কলা তিনি আগে কখনও দেখেননি।

কলা

আরও পড়ুন: ‘মাঝ রাতে মেয়ে বাছাই করে ধর্ষণ করে প্রশাসন’

সুপার মার্কেট থেকে এই কলা কিনেছিলেন সাম। তারপরে বাড়িতে এসে ছবি পোস্ট করতেই কপালে চোখ ওঠে নেটিজেনদের। সংবাদ মাধ্যমকে সাম জানিয়েছেন, প্রথমে কলাটি দেখে তাঁর হাসি পেয়েছিল। কিন্তু খাওয়ার পর বেশ ভাল লেগেছে। সাধারণ কলার থেকে বেশ মোটা এই কলা। এ কথাও জানিয়েছেন সাম।