PM Narendra Modi: সম্পূর্ণ নিরামিষ পদ, আবুধাবিতে মোদীর জন্য বিশেষ মেনু

প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ ভোজের আয়োজন করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট। সেই ভোজের মেনু তালিকা সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মোদীর জন্য সম্পূর্ণ নিরামিষ পদের আয়োজন করেছিলেন মহম্মদ বিন জায়েদ।

PM Narendra Modi: সম্পূর্ণ নিরামিষ পদ, আবুধাবিতে মোদীর জন্য বিশেষ মেনু
সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদী। ছবি- পিটিআই।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 8:53 PM

আবুধাবি: ফ্রান্স সফর শেষ করে মধ্য প্রাচ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। সে দেশের রাজধানী আবুধাবিতে পৌঁছনোর পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আর নাহয়ান। দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ ভোজের আয়োজন করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট। সেই ভোজের মেনু তালিকা সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মোদীর জন্য সম্পূর্ণ নিরামিষ পদের আয়োজন করেছিলেন মহম্মদ বিন জায়েদ।

নরেন্দ্র মোদীর জন্য সম্পূর্ণ নিরামিষ পদের আয়োজন হয়েছিল আবুধাবিতে। মেনুর শুরুতেই ছিল স্যালাড। স্থানীয় বিভিন্ন সব্জি দিয়ে তৈরি করা হয়েছিল সেই স্যালাড। সেই স্যালাডে ছিল বিভিন্ন রকমের খেজুরও। মোদীর জন্য স্টার্টারে ছিল মশলা সস দিয়ে তৈরি গ্রিলড ভেজিটেবলস। মেন কোর্সেও হরেক রকম পদ ছিল মোদীর জন্য। ডাল, রুটি, ডাল। ফুলকপি ও গাজর দিয়ে বিশেষ ধরনের সব্জিও বানানো হয়েছিল মোদীর জন্য। শেষ পাতে ছিল মরসুমি ফল। মোদীর জন্য তৈরি সমস্ত পদ ছিল নিরামিষ। ভেজিটেবল ওয়েল দিয়ে তৈরি করা হয়েছে এই সব পদ। কোনও ধরনের দুগ্ধজাত দ্রব্য বা ডিম ব্যবহার করা হয়নি এই সব খাবারে।

দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে মজবুত করতে আলোচনা হয়েছে মোদী ও বিন জায়েদের দ্বিপাক্ষিক বৈঠকে। আবুধাবিতে দিল্লি আইআইটি-র ক্যাম্পাস তৈরির জন্যও মউ স্বাক্ষরিত হয়েছে।