Afghanistan: সঙ্গীতপ্রেমীদের গুলি করে হত্যা করা ‘অপরাধ’, নিজেদের ২ যোদ্ধার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে তালিবান
Taliban Government: যদি কেউ নিজে থেকে কাউকে হত্যা করে, তাতে যদি ওই অভিযুক্ত আমাদের নিজেদের লোকও হয়, তাও তা অপরাধ। আমরা তাদের আদালতে পেশ করব এবং আইনি ব্যবস্থা নেব। জানিয়েছেন তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
কাবুল : একটা দেশ চালানোর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি যে কতটা প্রয়োজন, তা হারে হারে টের পাচ্ছে তালিবান সরকার। আর তাই নিজেদের ভাবমূর্তি ঠিক করতে তৎপর তালিবরা। আজ আফগানিস্তানে এক বিয়ে বাড়িতে দুই অতিথি গান শুনছিলেন। আর এই ‘অপরাধে’ দুই তালিব যোদ্ধা ওই অতিথিদের গুলি করে হত্যা করে। স্থানীয় তালিব প্রশাসনই এ কথা জানিয়েছে। আর তারপরই নড়ে চড়ে বসেছে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালিবান সরকার। স্পষ্ট করে দেওয়া হয়েছে, সাধারণ নাগরিকদের উপর এই ধরনের হামলার অনুমোদন দেয় না সরকার।
ঘটনাটি ঘটেছে, পূর্ব আফগানিস্তানের নানগড়হার প্রদেশে সর্খরুদে। মৃতদের এক আত্মীয় জানিয়েছেন, বিয়ে বাড়িতে গান চলছিল। আর তাতেই রেগে যায় তালিব যোদ্ধারা। গুলি চালায়। হামলায় দুজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও দুজন।
এর আগে মোল্লা ওমরের তালিবান সরকারের আমলে আফগানিস্তানে গান নিষিদ্ধ ছিল। তবে এখনও পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু ফতোয়া জারি করেনি। ফতোয়া জারি না করলেও বর্তমান সরকারও বিনোদনের মাধ্যম হিসেবে গান-বাজনাকে এখনও মান্যতা দেয়নি এবং একটি ইসলামী আইনের লঙ্ঘন হিসেবেই দেখে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পৃথক একটি ঘরে গান শুনছিলেন তিন যুবক। হঠাৎই বন্ধ দরজা খুলে ঢুকে পড়ে তালিব যোদ্ধারা এবং তাঁদের উপর গুলি চালানো শুরু করে। যাঁরা গুলিতে জখম হয়েছেন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
নানগঢ়হর প্রদেশের তালিবান মুখপাত্র কাজি মোল্লা আদেল এই হামলার কথা নিশ্চিত করেছেন কিন্তু তার বেশি তিনি আর কিছু মন্তব্য় করতে চাননি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্র খবর, যে তালিব যোদ্ধারা বিয়ে বাড়িতে গুলি চালিয়েছিল, তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
কাবুলে তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তিনি এই ঘটনার বিষয়ে এখনও জানেন না। তবে তিনি জানিয়েছেন, সঙ্গীতপ্রেমীদের মৃত্যুদণ্ড দেওয়া তালিবানের নীতি বিরুদ্ধ। তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত চলছে। তবে কীভাবে ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত নয়। ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।”
তালিবান মুখপাত্র বলেন, “ইসলামিক এমিরেটে কাউকে সঙ্গীত বা অন্য কিছুর থেকে দূরে সরিয়ে দেওয়ার অধিকার কারও হাতে নেই। শুধুমাত্র তাদের বোঝানোর চেষ্টা করা যেতে পারে। এটাই প্রধান উপায়। যদি কেউ নিজে থেকে কাউকে হত্যা করে, তাতে যদি ওই অভিযুক্ত আমাদের নিজেদের লোকও হয়, তাও তা অপরাধ। আমরা তাদের আদালতে পেশ করব এবং আইনি ব্যবস্থা নেব।”
এর আগে মোল্লা ওমরের তালিবান সরকার ইসলামিক আইন নিয়ে ভীষণ কড়াকড়ি করেছিল এবং কঠোর সাজা দিত। তবে অগস্টের মাঝামাঝি সময়ে নতুন তালিবান সরকার ক্ষমতা দখলের পর অনেক ক্ষেত্রেই নমনীয় হতে দেখা গিয়েছে।
আরও পড়ুন : Afghanistan: নৃশংস তালিবান, গলা কেটে হত্যা করল মহিলা ভলিবল খেলোয়াড়কে