AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Li Shangfu: বিদেশমন্ত্রীর পর ‘উধাও’ প্রতিরক্ষামন্ত্রী, গোপনে কী ফন্দি কষছেন শি জিনপিং?

China: মার্কিন প্রতিনিধি রহম ইম্যানুয়েল মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লেখেন. "প্রেসিডেন্ট শি-র ক্যাবিনেটের সঙ্গে আগাথা ক্রিস্টির উপন্যাস 'অ্যান্ড দেন দেয়ার হোয়ার নান'। প্রথমে বিদেশমন্ত্রী কিন গাং উধাও হয়ে গেলেন। তারপর রকেট ফোর্স কম্যান্ডার গায়েব হয়ে গেলেন, এখন প্রতিরক্ষামন্ত্রী লি সাঙফু-কে বিগত দুই সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না।"

Li Shangfu: বিদেশমন্ত্রীর পর 'উধাও' প্রতিরক্ষামন্ত্রী, গোপনে কী ফন্দি কষছেন শি জিনপিং?
নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রী লি সাঙফু।Image Credit: AP
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 2:17 PM
Share

বেজিং: ‘নিখোঁজ’ চিনের প্রতিরক্ষামন্ত্রী লি সাঙফু (Li Shangfu)। বিগত দুই সপ্তাহ ধরে তাঁকে কোথাও দেখা যাচ্ছে না। এই ঘটনার পরই তীব্র জল্পনা শুরু হয়েছে। মার্কিন সরকারের দাবি, চিনা মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জিনপিং সরকার। সেই কারণেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রে দাবি, সাঙফু-কে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জাপানে মার্কিন প্রতিনিধি রহম ইম্যানুয়েল মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটারের পরিবর্তিত নাম)-এ লেখেন. “প্রেসিডেন্ট শি-র ক্যাবিনেটের সঙ্গে আগাথা ক্রিস্টির উপন্যাস ‘অ্যান্ড দেন দেয়ার হোয়ার নান’। প্রথমে বিদেশমন্ত্রী কিন গাং উধাও হয়ে গেলেন। তারপর রকেট ফোর্স কম্যান্ডার গায়েব হয়ে গেলেন, এখন প্রতিরক্ষামন্ত্রী লি সাঙফু-কে বিগত দুই সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না। কে এই বেকারত্বের দৌড়ে জিতবে? চিনের যুব প্রজন্ম নাকি শি জিনপিংয়ের ক্যাবিনেট?”

শেক্সপিয়ার ও হ্যামলেটকে উদ্ধৃত করেও মার্কিন প্রতিনিধি লেখেন, “প্রথমত, প্রতিরক্ষামন্ত্রী লি সাঙফুকে বিগত ৩ সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, ভিয়েতনাম সফরেও তাঁকে দেখা যায়নি। এবার সিঙ্গাপুরের নৌবাহিনীর প্রধানের সঙ্গেও পূর্বনির্ধারিত বৈঠকে যোগ দিলেন না তিনি। গৃহবন্দি করে রাখা হয়েছে? হয়তো ওখানে (ক্যাবিনেটে) অনেক ভিড়। ভাল খবর হল, উনি  যাবতীয় ঋণ মিটিয়ে দিয়ে গিয়েছেন।”

উল্লেখ্য, গত জুলাই মাসে চিনের বিদেশমন্ত্রী কিন গাং নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দুই মাস আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স থেকেও দুই জেনারেলকে সরিয়ে দিয়েছিলেন।