Amazon Layoff: সত্যি চাকরি খাচ্ছে AI, রাতারাতি বেকার Amazon-র ১৬ হাজার কর্মী!
Job Cut: গত বছর অক্টোবর মাসেই কমপক্ষে ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাইয়ের কথা বলেছিল অ্যামাজন। প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইও করা হয়। এবার দ্বিতীয় দফায় ছাঁটাই। চাকরি খোয়াবেন ১৬ হাজার কর্মী।

সান ফ্রান্সিসকো: কৃত্রিম বুদ্ধিমত্তার কোপে ১৬ হাজার চাকরি। জল্পনা আগেই শোনা গিয়েছিল, সত্যি সত্যিই একধাক্কায় ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। বুধবারই সংস্থার তরফে জানানো হয়, বিশ্বজুড়ে তাদের যে বিপুল কর্মীসংখ্যা রয়েছে, সেখানে কাটছাঁট করা হবে। ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। তার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে।
অ্যামাজনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ছাঁটাইয়ের প্রভাব পড়বে ১৬ হাজার কর্মীর উপরে। সংস্থার অন্দরে রদবদল করার জন্য়ই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। অ্যামাজন জানিয়েছে, গত অক্টোবরেই তারা জানিয়েছিল যে সংস্থার অন্দরে বিভিন্ন স্তর বাদ দেওয়া হবে, বস বা আমলাতন্ত্র সরানো হবে। অক্টোবরেই একাধিক টিমে রদবদল হলেও, অনেকে এখনও সেই কাজ শেষ করেননি। এবার সংস্থাই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল।
জানা গিয়েছে, যে ১৬ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন, তাদের ৯০ দিনের সময় দেওয়া হবে অ্যামাজনের অন্দরেই অন্য কোনও কাজ খুঁজে নেওয়ার জন্য। এছাড়া সংস্থার তরফে ছাঁটাই হওয়া কর্মীদের ট্রানজিশনে সাহায্য করা হবে। দেওয়া হবে সেভারেন্স পে, স্বাস্থ্য বিমার সুযোগ সহ আরও নানা সুবিধা।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ ও ব্যবহারের কারণে এই ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে যেমন, তেমনই আবার সংস্থা কর্মী নিয়োগও করবে জানিয়েছে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসেই কমপক্ষে ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাইয়ের কথা বলেছিল অ্যামাজন। প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইও করা হয়। এবার দ্বিতীয় দফায় ছাঁটাই। চাকরি খোয়াবেন ১৬ হাজার কর্মী।
