Bangladesh: কক্সবাজারে সটান হাজির আমেরিকার সেনা, ভিতর-ভিতর কী খেলা শুরু করেছে বাংলাদেশ?
Bangladesh: জানা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরে আমিরিকান আর্মিদের স্বাগত জানিয়েছে বাংলাদেশি সেনা। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তে ইতি মধ্যেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি সেনা ও সেদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)।

কলকাতা: রাস্তার উপর দিয়ে যাচ্ছে বাস। সেই বাসের ভিতরে বসে আমেরিকান সেনা। সম্প্রতি বাংলাদেশের এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে হঠাৎ ট্রাম্পের সেনা কেন ঘুরছে সে দেশে? পরবর্তীতে জানা গেল আসল কারণ।
জানা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরে আমিরিকান সেনাদের স্বাগত জানিয়েছে বাংলাদেশি সেনা। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি সেনা ও সেদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। ভ্যানে করে আমেরিকার সেনাকে এলাকায় ঘুরতেও দেখা গিয়েছে।
একটি বাংলাদেশি পোর্টাল অনুযায়ী কক্সবাজারের সমুদ্রসৈকতে দমকল কর্মীদের প্রশিক্ষণ দিতে মার্কিনি সেনা ও বিমান বাহিনির সদস্যরা। মূলত বন্যা-জলোচ্ছ্বাস-ঘর্ণিঝড়কবলিত যাঁরা রয়েছেন, তাঁদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কীভাবে কাজ করবে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চারদিন ব্যাপী চলে এই প্রশিক্ষণ। কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ শেষ হয়।
তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশরা মনে করছেন, শুধুমাত্র ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিতেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চলে এলেন ট্রাম্পের সেনারা? প্রসঙ্গত,কক্সবাজারের কাছেই অবস্থিত সেন্ট মার্টিন আইল্যান্ড। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি নিজেই দাবি করেছিলেন আমেরিকা এই আইল্যান্ডে সেনা ঘাঁটি তৈরি করতে চেয়েছিল। তবে হাসিনা রাজি না হওয়ায় কার্যসিদ্ধি হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, আমেরিকার মদতেই গণঅভ্যুথান ঘটেছিল। দেশ ছেড়েছেন হাসিনা। এখন অন্তবর্তী সরকারের প্রধান হয়েছেন ইউনূস। এই পরিস্থিতিতে ফের কক্সবাজারে মার্কিন সেনার আসা জল্পনা তৈরি করেছে।





