Nearly 500 killed in Lebanon: ইজরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন, কয়েক ঘণ্টায় মৃত প্রায় ৫০০

Sep 24, 2024 | 3:52 AM

Nearly 500 killed in Lebanon: এদিন ইজরায়েলের তরফে লেবাননের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, অস্ত্র মজুত রয়েছে, এমন এলাকা থেকে দ্রুত সরে যান। ইরানের মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গিরা অস্ত্র মজুত করেছে, এমন এলাকা থেকে সরে যেতে বলা হয়। তারপরই শুরু হয় হামলা।

Nearly 500 killed in Lebanon: ইজরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন, কয়েক ঘণ্টায় মৃত প্রায় ৫০০
ইজরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন, ফোটো সৌজন্য-PTI

Follow Us

বেইরুট: চারিদিকে মৃতদেহ ছড়িয়ে। মৃতদের মধ্যে শিশু, মহিলারাও রয়েছেন। ক্রমে বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার ইজরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টা আগেও যা ছিল ১৮২। আহত হয়েছেন ১৬০০ জনের বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক সোমবার এই তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এদিন দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় হামলায় চালায় ইজরায়েল। মুহূর্মুহু বোমাবর্ষণ করে। ইজরায়েলের হামলা থেকে শিশু ও মহিলারাও বাদ যায়নি। মৃতদের ৩৫ জন শিশু ও ৫৮ জন মহিলা রয়েছেন। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে সোমবার সকাল থেকে হামলা শুরু করে ইজরায়েল।

এদিন ইজরায়েলের তরফে লেবাননের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, অস্ত্র মজুত রয়েছে, এমন এলাকা থেকে দ্রুত সরে যান। ইরানের মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গিরা অস্ত্র মজুত করেছে, এমন এলাকা থেকে সরে যেতে বলা হয়। তারপরই শুরু হয় হামলা।

মুহূর্মুহু বোমাবর্ষণ লেবাননে, ফোটো সৌজন্য-PTI

লেবানন প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, প্রায় ৮০ হাজারের বেশি ফোন আসে ইজরায়েল থেকে। বাসিন্দাদের সরে যেতে বলা হয়। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ইজরায়েল সেনা জানিয়েছে, সোমবার তারা ১৩০০টি জায়গাকে টার্গেট করে। যেখানে হিজবুল্লা জঙ্গিরা অস্ত্র মজুত করেছিল। লেবাননের বাসিন্দাদের সতর্ক করে ইজরায়েল সেনার মুখপাত্র জানিয়েছেন, হিজবুল্লার ঘাঁটি রয়েছে, এমন স্থান থেকে সরে যান। কারণ, এই হামলা চলতে থাকবে।

ইজরায়েল-লেবাননের মধ্যে প্রায় এক বছর ধরে লড়াই চলছে। যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের সীমান্তের হাজার হাজার মানুষ বাড়ি ছেড়েছেন। দক্ষিণ লেবাননের জাওতারের এক গ্রামের মহিলা ওয়াফা ইসমাইল বলেন, “আমরা বোমাবাজি শুনতে শুনতে ঘুমোতে যাই। এবং সকালে ঘুম থেকে উঠি।”

Next Article