Afghanistan Blast: সীমান্ত নিয়ে তালিবানের সঙ্গে ধুন্ধুমার পাক সেনার, মর্টারের আঘাতে উড়ল ৪ জনের দেহ

Afghanistan-Pakistan Clash: বিগত বেশ কয়েকদিন ধরেই তালিবান সেনা ও পাকিস্তান সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। স্পিন বলডকের বিতর্কিত ডুরান্ড লাইনে কার অধিকার, তা নিয়েই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ হচ্ছে।

Afghanistan Blast: সীমান্ত নিয়ে তালিবানের সঙ্গে ধুন্ধুমার পাক সেনার, মর্টারের আঘাতে উড়ল ৪ জনের দেহ
বিস্ফোরণের পর হাসপাতালে ভিড়। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 7:55 AM

কাবুল: ফের বিস্ফোরণ আফগানিস্তানে। রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের স্পিন বলডাক। জানা গিয়েছে, তালিবান ও পাকিস্তানের সেনার মধ্যে সংঘর্ষ হয়। মর্টারের আঘাতেই কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।  এখনও অবধি পাক সেনার সঙ্গে সংঘর্ষ জারি রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই তালিবানি সেনার সঙ্গে পাকিস্তানের সেনা বাহিনীর সংঘর্ষ হচ্ছে। দিন কয়েক আগেই কান্দাহারেও সংঘর্ষ হয়।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের তরফে জানা গিয়েছে, আফগানিস্তানের স্পিন বলডাক গেটের কাছে পাক সেনার মর্টার আছড়ে পড়ে। মর্টারের আঘাতে কমপক্ষে ৪ জনের মৃত্য়ু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। ইসলামিক এমিরেটস ও পাক সেনার মধ্যে এখনও সংঘর্ষ জারি রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, বিস্ফোরণের পর গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আহতদের নিয়ে ছোটাছুটি করছেন স্থানীয় বাসিন্দারা। ডুরান্ড লাইনের কাছে অবস্থিত চমন ক্রসিংয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের।

টোলো নিউজ সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই তালিবান সেনা ও পাকিস্তান সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। স্পিন বলডকের বিতর্কিত ডুরান্ড লাইনে কার অধিকার, তা নিয়েই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ হচ্ছে। কান্দাহার প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুরেও একদফা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে তালিবানের এক সদস্য মারা যান এবং ১০ জন আহত হন। পাকিস্তানের সেনাবাহিনীর এক জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্পিন বলডাকের কম্যান্ডারও সংঘর্ষের কথা স্বীকার করে নিয়েছেন।

উল্লেখ্য, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য়ে অবস্থিত চমন বা স্পিন বলডাক সীমান্তকে ফ্রেন্ডশিপ গেট হিসাবেই উল্লেখ করা হয়। তবে সম্প্রতিই দুই দেশের তরফে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। সেই নিয়েই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।