AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Quota Andolon: বাংলাদেশে রয়েছেন বহু ভারতীয়, দূতাবাস চালু করল হেল্পলাইন নম্বর

Bangladesh: বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিকে সামনে রেখে জ্বলছে পদ্মাপারের দেশ। 'কোটা নয়, মেধা'কে অগ্রাধিকার দেওয়ার দাবি তুলে ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল, মাদারিপুর-সহ দেশের একাধিক জায়গায় ছাত্র আন্দোলন চলছে। দেশে আন্দোলনকারীদের হঠাতে পুলিশ লাঠি, গুলি, রবার বুলেট, কাঁদানে গ্যাসের সাহায্য নিতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

Bangladesh Quota Andolon: বাংলাদেশে রয়েছেন বহু ভারতীয়, দূতাবাস চালু করল হেল্পলাইন নম্বর
জ্বলছে বাংলাদেশ।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2024 | 3:26 PM

ঢাকা: বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয় ও ভারতীয় পড়ুয়াদের জন্য পরামর্শ বার্তা ভারতীয় দূতাবাসের। জরুরি নম্বর চালু করা হল ভারতীয়দের জন্য। গণপরিবহন এড়াতে ও বাইরে যতটা সম্ভব কম বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহি, খুলনার মতো জেলার জন্য আলাদা আলাদা ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।

নম্বরগুলি হল (এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে)

  • হাই কমিশন অব ইন্ডিয়া, ঢাকা (+880-1937400591)
  • অ্যাসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, চট্টগ্রাম (+880-1814654797 / +880-1814654700)
  • অ্যাসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, রাজশাহি (+880-1788148696)
  • অ্যাসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, সিলেট (+880-1313076411)
  • অ্যাসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, খুলনা (+880-1812817799)

বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিকে সামনে রেখে জ্বলছে পদ্মাপারের দেশ। ‘কোটা নয়, মেধা’কে অগ্রাধিকার দেওয়ার দাবি তুলে ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল, মাদারিপুর-সহ দেশের একাধিক জায়গায় ছাত্র আন্দোলন চলছে। দেশে আন্দোলনকারীদের হঠাতে পুলিশ লাঠি, গুলি, রবার বুলেট, কাঁদানে গ্যাসের সাহায্য নিতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন বলে অভিযোগ ওঠে।

এরপরই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের আগুন। গোটা বাংলাদেশ এখন জ্বলছে। এখনও অবধি যা খবর ২৭ জন মারা গিয়েছেন এই অশান্তিতে। মোবাইল পরিষেবা থেকে ইন্টারনেট পরিষেবা, জায়গায় জায়গায় ব্যাহত বলে খবর আসছে সে দেশের সংবাদমাধ্যম থেকে।