BLA: ‘৯৩ হাজার বন্দুক দিয়ে দিন, দেখুন কীভাবে পাকিস্তানের পতন হয়’, ভারতের কাছে সাহায্য চাইল বালোচরা
Balochistan: প্রেস বিবৃতিও দিয়েছে বিএলএ। সেখানেও ভারতকে আর্জি জানিয়েছে সাহায্যের জন্য। বিবৃতিতে বলা হয়েছে, "আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন। দক্ষিণ থেকে আমরা আক্রমণ করব। গুঁড়িয়ে যাবে পাকিস্তান।"

নতুন করে বার্তা দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আর তা সরাসরি ভারতের জন্যই। তাদের দাবি, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে আত্মসমর্পণকারী পাক বাহিনীর থেকে যে ৯৩ হাজার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বালোচ লিবারেশন আর্মির হাতে তুলে দিক ভারত।
ভিডিয়ো বার্তায় বালোচ আর্মিকে বলতে শোনা যায়, “যে ৯৩ হাজার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তান সেনার থেকে, তা আমাদের দিয়ে দিন। তারপর দেখুন আমরা কীভাবে পাকিস্তানের সঙ্গে লড়ি, কীভাবে পতন হয় পাকিস্তানের। আমাদের পরমাণু অস্ত্র বা মিসাইল লাগবে না।”
পাশাপাশি প্রেস বিবৃতিও দিয়েছে বিএলএ। সেখানেও ভারতকে আর্জি জানিয়েছে সাহায্যের জন্য। বিবৃতিতে বলা হয়েছে, “আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন। দক্ষিণ থেকে আমরা আক্রমণ করব। গুঁড়িয়ে যাবে পাকিস্তান।”
Baloch Liberation Army Pledges Support to India
In a powerful statement, BLA says if India strikes Pakistan, it will launch attacks from the western front
The group calls itself an independent national force — not a proxy — and labels Pakistan a “terrorist state” for… pic.twitter.com/CHDp18FGFx
— Nabila Jamal (@nabilajamal_) May 11, 2025
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে গত শুক্রবারই বালুচিস্তানে দেখা গিয়েছিল অন্য দৃশ্য। পাকিস্তানের পতাকা টেনে নামিয়ে দেয় বালোচ বিদ্রোহীরা। তার বদলে ওড়ায় ‘স্বাধীন’ বালুচিস্তানের পতাকা। ভারতে বালুচিস্তানের দূতাবাসও খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল।
বালোচদের দাবি, বালুচিস্তানের ইতিহাস অস্বীকার করা অন্যায়। ১০ হাজার বছরের পুরনো মেহরগড় সভ্যতার অংশ বালুচিস্তান। পাকিস্তান অন্যায়ভাবে বালুচিস্তান দখল করেছে।
প্রতিবেদনটি TV9 বাংলার রিপোর্টার প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখা।

