Sheikh Hasina’s Saree: ‘শেখ হাসিনার শাড়ি পরিয়ে আমার বৌকে প্রধানমন্ত্রী করব’, ভাইরাল ভিডিয়ো
Bangladesh Protest: প্রায় দু-মাস ধরে টানা আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বাধ্য হলেন শেখ হাসিনা। শুধু ইস্তফা দেওয়া নয়, একেবারে গোপনে দেশছাড়া হলেন তিনি। আর তারপরই গণভবন (প্রধানমন্ত্রীর বাসভবন)-এর দখল নেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এবার নিজের স্ত্রীকে শেখ হাসিনার শাড়ি পরিয়ে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখছে যুবক।
ঢাকা: এ কোন বাংলাদেশ! প্রায় দু-মাস ধরে টানা আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বাধ্য হলেন শেখ হাসিনা। শুধু ইস্তফা দেওয়া নয়, একেবারে গোপনে দেশছাড়া হলেন তিনি। আর তারপরই গণভবন (প্রধানমন্ত্রীর বাসভবন)-এর দখল নেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সোজা শেখ হাসিনার বেডরুমে ঢুকে, খাটে শুয়ে, ডাইনিং রুমে বসে চিকেনের ঠ্যাং মুখে দিয়ে উল্লাসে মাতে তারা। এখানেই শেষ নয়, গণভবনের বিভিন্ন দামি সামগ্রী থেকে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাড়িও চুরিও করে নিয়ে যায় বিক্ষোভকারীরা। আর সেই শাড়ি পরিয়ে নিজের স্ত্রীকে প্রধানমন্ত্রী করবে বলে দাবি জানিয়েছে বিক্ষোভকারী এক যুবক। সেই ভিডিয়ো বর্তমানে ভাইরাল।
ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ঢাকার পথে এক যুবকের একটি হাতে ধরা বাংলাদেশের পতাকা, আরেকটি হাত দিয়ে মাথায় একটি ট্রলি ব্যাগ ধরে রয়েছে। যুবকের দাবি, এই ব্যাগে রয়েছে শেখ হাসিনার শাড়ি। এটা পরিয়ে আমার স্ত্রীকে প্রধানমন্ত্রী করব।
#Bangladesh: What’s in the bag?
It has sarees of Sheikh Hasina, will make my wife Prime Minister. pic.twitter.com/Q4oYqweiMS
— Pooja Mehta (@pooja_news) August 5, 2024
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি নেটিজেনদের কাছে হাসির অন্যতম খোরাক হয়েছে। যদিও সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর শাড়ি নিয়ে এই ধরনের রসিকতার ভিডিয়ো এটাই প্রথম নয়। এদিন দুপুরেই দুটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেগুলির একটিতে দেখা যাচ্ছিল, গণভবন দখলের পরই এক যুবক শেখ হাসিনার শাড়ি নিয়ে বেরিয়ে এসেছে এবং সেটা তুলে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছে। আবার আরেক যুবক শেখ হাসিনার শাড়ি নিজে পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছে। এগুলির পর এবার ব্যাগ ভর্তি করে শেখ হাসিনার শাড়ি নিয়ে গণভবন থেকে বেরিয়ে আসা এবং সেই শাড়ি নিজের স্ত্রীকে পরিয়ে প্রধানমন্ত্রী পদে বসানোর মন্তব্য নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।