AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: ৪০ হাজার টাকায় বিক্রি হল হাসিনার বিড়াল!

Bangladesh Unrest: ২০২৩ সালে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপক্ষের সরকার পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবনে লুঠপাটের যে চিত্র দেখা গিয়েছিল, ঠিক তারই পুনরাবৃত্তি দেখা যায় ঢাকায় গণভবনে। শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক মুহূর্ত পরেই শয়ে শয়ে বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়ে। ভাঙচুরের পাশাপাশি চলে লুঠপাটের তাণ্ডবলীলা। পোষ্য হাঁস, মুরগি থেকে শুরু করে খরগোশ, জলাশয় থেকে মাছ লুট করা হয়।

Sheikh Hasina: ৪০ হাজার টাকায় বিক্রি হল হাসিনার বিড়াল!
গণ ভবন থেকে লুট হওয়া শেখ হাসিনার বিড়াল।Image Credit: X
| Updated on: Aug 12, 2024 | 11:49 AM
Share

ঢাকা: দামি জামদানী শাড়ি থেকে শুরু করে হাঁস, মুরগি, কিংবা ড্রেসিং টেবিল, এসি থেকে মাথার বালিশ- হাসিনার পছন্দের যা কিছু ছিল, লুট হয়েছে সবই। গত ৫ অগস্ট, বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। আর হাসিনা দেশ ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই গণভবন, যা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল, সেখানে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। তোলপাড় করা হয় গণভবন। হাতের সামনে যে যা পায়, তাই-ই লুট করে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই ভিডিয়ো। এরই মধ্যে একটি ভিডিয়ো বিশেষ নজর কেড়েছিল। তা হল, শেখ হাসিনার পোষ্য বিড়ালের। হাসিনা চলে যেতেই নাকি গণভবন থেকে চুরি করে আনা হয় পোষ্য বিড়ালকে। ৪০,০০০ টাকায় তা বিক্রিও করে দেওয়া হয়! তারপর?

জানা গিয়েছে, অভয়ারণ্য নামক বাংলাদেশের একটি পশু কল্য়াণমূলক সংস্থার তরফেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় যে শেখ হাসিনার পোষা একটি বিড়াল ও জার্মান শেপার্ড কুকুর চুরি গিয়েছে। বিড়ালটিকে ৪০,০০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরই গণভবন থেকে চুরি যাওয়া শেখ হাসিনার পোষ্য বিদেশি বিড়ালটিকে উদ্ধার করে বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স। পাওয়া গিয়েছে কুকুরটিও। আপাতত দুই পোষ্যকেই ফের গণভবনে ফিরিয়ে আনা হয়েছে। 

ওই সংস্থার তরফে গণভবন থেকে চুরি যাওয়া হাঁস, মুরগি, ছাগল, খরগোশ ও অন্যান্য প্রাণীদের নিয়েও পোস্ট করা হয়েছে। তাদের শঙ্কা, হাঁস, ছাগল, মাছ ইত্য়াদিকে হয়তো এতক্ষণে কেটে রান্না করে ফেলা হয়েছে। তবু যদি কেউ গণভবন থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পোষা কোনও প্রাণী নিয়ে থাকেন এবং তা ফেরত দিতে চান, তবে গণভবনের গেটে নিরাপত্তারক্ষীর কাছে দিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ গণভবনে যেতে না চান, তবে ওই সংস্থার সঙ্গেই যোগাযোগ করতে বলা হয়েছে। স্বেচ্ছাসেবকরা বাড়ি থেকে সেই প্রাণী উদ্ধার করে আনবে।

প্রসঙ্গত,  ২০২৩ সালে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপক্ষের সরকার পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবনে লুঠপাটের যে চিত্র দেখা গিয়েছিল, ঠিক তারই পুনরাবৃত্তি দেখা যায় ঢাকায় গণভবনে। শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক মুহূর্ত পরেই শয়ে শয়ে বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়ে। ভাঙচুরের পাশাপাশি চলে লুঠপাটের তাণ্ডবলীলা। পোষ্য হাঁস, মুরগি থেকে শুরু করে খরগোশ, জলাশয় থেকে মাছ লুট করা হয়। বাগানের শাক-সবজি থেকে শুরু করে শেখ হাসিনার ব্যবহৃত শাড়ি, দামি স্যুটকেস পর্যন্ত লুট করা হয়। এমনকী, অন্তর্বাসও ছাড়েনি বাংলাদেশের জনতা!

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)