AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: ইউনূসের উপরে এত রাগ, তাঁর ‘নোবেল পাওয়ার কারণে’ই আগুন ধরাচ্ছে ক্ষুব্ধ জনতা!

Bangladesh: এবারের নিশানা ছিল রাজনগর। গ্রামীণ ব্যাঙ্কের রাজনগর উপজেলার মৌলবী বাজারের টেংরাবাজার শাখা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডে।  তবে ইউনূসের বাংলাদেশে এই ঘটনা কিন্তু নতুন নয়। এইরকম আরও একটি অগ্নিসংযোগ ঘটেছে বগুড়ায়।

Muhammad Yunus: ইউনূসের উপরে এত রাগ, তাঁর 'নোবেল পাওয়ার কারণে'ই আগুন ধরাচ্ছে ক্ষুব্ধ জনতা!
গ্রামীণ ব্যাঙ্কে আগুন।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 16, 2025 | 12:08 PM
Share

ঢাকা: বাংলাদেশে জ্বলছে আগুন। এবার নিশানায় অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। তাঁর তৈরি গ্রামীণ ব্যাঙ্কে (Grameen Bank) আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। একটা নয়, বাংলাদেশের একাধিক জায়গায় মহম্মদ ইউনূসের তৈরি গ্রামীণ ব্যাঙ্কে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বিগত কয়েকদিন ধরেই।

এবারের নিশানা ছিল রাজনগর। গ্রামীণ ব্যাঙ্কের রাজনগর উপজেলার মৌলবী বাজারের টেংরাবাজার শাখা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডে।  তবে ইউনূসের বাংলাদেশে এই ঘটনা কিন্তু নতুন নয়। এইরকম আরও একটি অগ্নিসংযোগ ঘটেছে বগুড়ায়। সেখানে শেরপুর হাইওয়ে গাড়ীদহ গ্রামীণ ব্যাঙ্কের আরও একটি শাখায় আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনগণ।

প্রসঙ্গত,  এই বগুড়া হচ্ছে খালেদা জিয়ার অর্থাৎ বিএনপি (BNP)-র শক্ত ঘাঁটি। যেভাবে গ্রামীণ ব্যাঙ্কের একের পর এক শাখায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে চলেছে বাংলাদেশ জুড়ে, তাতে স্বাভাবিকভাবেই ইউনূসের ওপর মানুষ কতটা ক্ষুব্ধ তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও গ্রামীণ ব্যাঙ্কের চান্দুরা শাখায় জানালার কাচ ভেঙে, পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতীরা। চলতি সপ্তাহের গত মঙ্গলবার (১২ নভেম্বর)  রাত দুটো নাগাদ এই ঘটনা ঘটেছে। ব্যাঙ্কের ভল্টে থাকা টাকা লুট বা অন্য কোনও ক্ষতি না হলেও, গুরুত্বপূর্ণ নথি, কাগজ ও আসবাব পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যেই আগুন নেভানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্ক তৈরি করেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মহম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাঙ্ক ক্ষুদ্র ঋণ মডেলের মাধ্যমে দরিদ্রদের জন্য আর্থিক স্বনির্ভরতা অর্জনের পথ খুলে দিয়েছিল।